নিজের রেকর্ডে ভাগ বসানো কোহলিকে শচীনের অভিনন্দন
ক্রিকেট থেকে যখন অবসর নেন শচীন টেন্ডুলকার, তাকে জিজ্ঞেস করা হয়েছিল— আপনার সেঞ্চুরির রেকর্ড কে ভাঙবে বলে মনে করেন? জবাবে শচীন বলেছিলেন, হয় রোহিত নয় কোহলি। রোহিত শর্মা পারেননি, বিরাট কোহলি পেরেছেন। রেকর্ড ভাঙার আগে শচীনের পাশে বসেছেন কোহলি। আজ রোববার (৫ নভেম্বর) দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কলকাতার ইডেন গার্ডেন্সে মুখোমুখি হয়েছে ভারত।
ম্যাচে নিজের মুখোমুখি হওয়া ১১৯তম বলে সিঙ্গেল নিয়ে শতরান পূর্ণ করেন কোহলি। কাগিসো রাবাদার বলে ব্যাকফুটে এসে কাভারে ঠেলে দেন বল। প্রান্ত বদল করেন রবীন্দ্র জাদেজার সঙ্গে। তাতেই ছুঁয়ে ফেলেন ওয়ানডেতে সর্বোচ্চ সেঞ্চুরির মালিক শচীনকে। কিংবদন্তি শচীন ও কোহলি দুজনেরই এখন ওয়ানডেতে সেঞ্চুরি সংখ্যা ৪৯টি। শেষ পর্যন্ত ১২১ বলে ১০টি চারে ১০১ রানের চমৎকার ইনিংস খেলে অপরাজিত থাকেন কোহলি।
একটা জায়গায় শচীনকে বেশ পেছনে ফেলেছেন কোহলি। ৪৯টি শতক করতে শচীনের লেগেছিল ৪৫২ ইনিংস। সেখানে কোহলি তা ছুঁয়েছেন ২৭৭ ইনিংসে। এমন অর্জনে কোহলিকে অভিনন্দন জানিয়ে নিজের অফিসিয়াল ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করেছেন শচীন।
কোহলির ছবি দিয়ে শচীন লেখেন, ‘দারুণ খেলেছো, বিরাট কোহলি। ৪৯ থেকে ৫০তম শতকে পৌঁছাতে আমার এক বছর লেগেছে। আশা করি, আগামী কদিনের মধ্যেই ৫০তম শতকের দেখা পাবে এবং আমার রেকর্ড ভাঙবে। তোমাকে অভিনন্দন।’