শচীন আমার হিরো, আমি তার চেয়ে ভালো নই : কোহলি
বিরাট কোহলি ক্রিকেটটা খেলেন বিরাট কলেবরে। বাইশ গজকে ক্যানভাস আর ব্যাটকে তুলি বানিয়ে শিল্পের ছোঁয়া দিয়েছেন বহুবার। গতকাল রোববার (৫ নভেম্বর) দিলেন আরও একবার। শৈল্পিক ব্যাটিংয়ে ওয়ানডে ক্রিকেটে পেলেন ৪৯তম শতকের দেখা। যে শতকে ছুঁলেন কিংবদন্তি শচীন টেন্ডুলকারকে।
একটা জায়গায় শচীনকে বেশ পেছনে ফেলেছেন কোহলি। ৪৯টি শতক করতে শচীনের লেগেছিল ৪৫২ ইনিংস। সেখানে কোহলি তা ছুঁয়েছেন ২৭৭ ইনিংসে। ৩৫তম জন্মদিনে এমন কীর্তি গড়তে পেরে যারপরনাই অভিভূত কোহলি। ম্যাচের মাঝপথেই কোহলিকে অভিনন্দন জানান শচীন।
এমন অর্জনে কোহলিকে অভিনন্দন জানিয়ে নিজের অফিসিয়াল ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করেছেন শচীন।
কোহলির ছবি দিয়ে শচীন লেখেন, ‘দারুণ খেলেছো, বিরাট কোহলি। ৪৯ থেকে ৫০তম শতকে পৌঁছাতে আমার এক বছর লেগেছে। আশা করি, আগামী কদিনের মধ্যেই ৫০তম শতকের দেখা পাবে এবং আমার রেকর্ড ভাঙবে। তোমাকে অভিনন্দন।’
শচীনকে সবসময় নিজের আদর্শ মানেন কোহলি। আদর্শের কাছ থেকে এমন শুভেচ্ছাবার্তা পেয়ে এবং শচীনকে ছোঁয়া প্রসঙ্গে কোহলি বলেন, ‘শচীনের কাছ থেকে শুভেচ্ছা পাওয়াটা বিশেষ কিছু। আমার জন্য এটা খুবই আবেগঘন ব্যাপার। আমার হিরোকে ছুঁতে পেরেছি, আমার জন্য বিশাল অর্জন। লোকে তুলনা করে, তবে আমি সেটি বিশ্বাস করি না। আমি কখনোই তার চেয়ে ভালো নই। ব্যাটিংয়ে তার যে পরিপূর্ণতা ছিল, আমি চেষ্টা করি তা ধারণ করতে। তাকে টিভিতে দেখে বড় হয়েছি, এখন তিনি আমাকে শুভেচ্ছা জানিয়েছেন। সে সব সময়ই আমার হিরো।’