তবুও ইংল্যান্ডের অধিনায়ক থাকতে চান বাটলার
রঙিন পোশাকের ক্রিকেটে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড। চলতি বিশ্বকাপে তাদের অবস্থা দেখলে এটি বিশ্বাস করতে কষ্ট হবে। আট ম্যাচ শেষে জয় কেবল দুটি। বিদায় নিশ্চিত হয়েছে গ্রুপ পর্ব থেকে। পুরো আসরে ব্যাটে-বলে গড়তে পারেনি ন্যূনতম প্রতিদ্বন্দ্বিতা।
বিশ্ব চ্যাম্পিয়নদের এমন ভরাডুবির পর ইংলিশ মিডিয়া ধুয়ে দিচ্ছে থ্রি লায়ন্সদের। সবচেয়ে বেশি সমালোচিত হচ্ছেন অধিনায়ক জস বাটলার। দলকে যেমন সামনে থেকে নেতৃত্ব দিতে পারছেন না, ব্যাট হাতেও ব্যর্থ তিনি। আট ম্যাচে করেছেন মোটে ১১১ রান। এতকিছুর পরেও ইংল্যান্ডের অধিনায়ক হিসেবে থাকতে চান বাটলার।
আগামী ১১ নভেম্বর ইংলিশদের শেষ ম্যাচ পাকিস্তানের বিপক্ষে। বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হলেও ২০২৫ সালে অনুষ্ঠেয় চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে জয়ের বিকল্প নেই। ম্যাচ উপলক্ষে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেটে বোর্ডের (ইসিবি) প্রধান রব কী ভারতে আসছেন। বাটলার জানেন, তাকে সম্মুখীন হতে হবে অনেক প্রশ্নের। হারাতে হতে পারে অধিনায়কত্ব।
এ প্রসঙ্গে আজ বৃহস্পতিবার (৯ নভেম্বর) আইসিসির অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত একটি রিলসে কথা বলতে দেখা যায় বাটলারকে। তিনি বলেন, ‘আমি জানি রব কী ভারতে এসেছেন। আশা করি, রব ও কোচের সঙ্গে আমার ইতিবাচক আলাপই হবে। জানি, আমাকে বিভিন্ন প্রশ্নের মুখোমুখি হতে হবে। তবে, আমি অন্তত আরও কিছুটা সময় ইংল্যান্ডের অধিনায়ক থাকতে চাই।’