বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার সমীকরণ
বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত আগেই। যে টুকু আশা সেটি শুধুই চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশগ্রহণ নিয়ে। ২০২৫ সালে হতে যাওয়া এই আসরে খেলা নিয়ে এখনও বাংলাদেশের সামনে রয়েছে যদি-কিন্তুর হিসাব। চলুন দেখে নেওয়া যাক, চ্যাম্পিয়ন্স ট্রফিতে যেতে বাংলাদেশের সামনে কোন সমীকরণ অপেক্ষা করছে!
বিশ্বকাপে এখন পর্যন্ত ৮ ম্যাচ খেলেছে বাংলাদেশ। যার মধ্যে জিতেছে দুটিতে। মানে বাংলাদেশের পয়েন্ট কেবল ৪। এই চার পয়েন্ট নিয়ে বাংলাদেশকে টেবিলে লড়তে হবে শ্রীলঙ্কার বিপক্ষে। কারণ, দুই ম্যাচ জেতা লঙ্কানদের পয়েন্টও সমান ৪।
তবে আশার ব্যাপার হলো, নেট রানরেটের হিসেবে এগিয়ে আছে বাংলাদেশ। নেট রানরেট বাংলাদেশের -১.১৪২। আর শ্রীলঙ্কার -১.৪১৯।
এক্ষেত্রে নিজেদের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে জিতলে সহজেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা নিশ্চিত বাংলাদেশের। তবে হারলেও আশা শেষ হবে না। সেক্ষেত্রে, বাংলাদেশকে অবশ্যই কম ব্যবধানে হারতে হবে। কারণ তখন বাংলাদেশের হিসাবটা হবে লঙ্কানদের সঙ্গে রানরেট নিয়ে।
সবমিলিয়ে বাংলাদেশের ভাগ্য নির্ভর করছে আগামীকালের ম্যাচের ওপর। জিতলে তো কথাই নেই, তবে হারলেও লড়াই করতে হবে নিজেদের সর্বোচ্চ দিয়ে। বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচ খেলার পর বাংলাদেশ যদি পয়েন্ট টেবিলের আটে থাকতে পারে তাহলেই সরাসরি খেলা যাবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে। সবমিলিয়ে অসিদের বিপক্ষে কাল বড় চ্যালেঞ্জের মুখো চন্ডিকা হাথুরুসিংহের দল।