ডোনাল্ড সম্পর্কে যা বললেন হাথুরুসিংহে
দীর্ঘ সময় ধরে বাংলাদেশ ক্রিকেট দল ছিল স্পিননির্ভর। গত এক বছরে পেসাররা যথেষ্ট উন্নতি করেছে। তাদের উন্নতির পেছনে অন্যতম কারিগর বাংলাদেশের পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড। তার অধীনে তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, ইবাদত হোসেনরা নিজেদের প্রমাণ করেছেন। বাংলাদেশের পেস আক্রমণও হয়ে উঠেছে সমীহ জাগানিয়া।
গত ৬ নভেম্বর অনুষ্ঠিত বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচে অ্যাঞ্জেলো ম্যাথিউসের ’টাইমড আউট’ উইকেট নিয়ে ম্যাথিউসের পক্ষে মন্তব্য করেন ডোনাল্ড। সে ঘটনার জেরে তাকে কারণ দর্শানোর নোটিশ দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গতকাল বৃহস্পতিবার (৯ নভেম্বর) বাংলাদেশের টিম মিটিংয়ে বিসিবিকে ডোনাল্ড জানিয়ে দেন, বিশ্বকাপের পর আর দায়িত্বে থাকছেন না তিনি।
২০২২ সালের মার্চে দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি পেসার ডোনাল্ডকে নিযুক্ত করে বিসিবি। প্রথমে এক বছরের চুক্তি করলেও পরে সেটি বাড়িয়ে চলতি বিশ্বকাপ পর্যন্ত করা হয়। বিশ্বকাপের পর চুক্তি নবায়ন করার কথা ছিল বিসিবির। এর আগেই ডোনাল্ড বিদায় বলে দিলেন বিতর্ককে সঙ্গী করে।
আগামীকাল শনিবার (১১ নভেম্বর) এবারের বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ। প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। আজ শুক্রবার (১০ নভেম্বর) ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে আসেন বাংলাদেশের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। সেখানে ডোনাল্ডকে নিয়ে কথা বলেন তিনি।
হাথুরুসিংহে বলেন, ’ডোনাল্ড একজন চমৎকার মানুষ। দলে তার বেশ গুরুত্ব ছিল। খেলোয়াড়দের উজ্জীবিত করতে পারতেন তিনি। নিজের কাজটা তিনি দারুণভাবে করেছেন। দলের সফলতার পেছনে তার অবদান অনেক। এমন একজন অভিজ্ঞ মানুষের সঙ্গে কাজ করাটা আমার কাছে অসাধারণ ছিল। অনেক কিছু শিখেছি তার কাছ থেকে।’