রাচিন রবীন্দ্র অক্টোবরের সেরা ক্রিকেটার নির্বাচিত
স্বপ্নীল এক বিশ্বকাপ কাটাচ্ছেন রাচিন রবীন্দ্র। নিউজিল্যান্ডের তরুণ এই ব্যাটার এবারই প্রথম বিশ্বকাপ খেলছেন। প্রথম আসরেই ব্যাট হাতে গড়েছেন নতুন রেকর্ড। বিশ্বকাপে অভিষেক আসরে সবচেয়ে বেশি রান করার রেকর্ড এখন তার দখলে। ২৩ বছর বয়সী এই ওপেনার প্রায় প্রতি ম্যাচের শুরুতে দলকে এনে দেন ভালো একটা শুরু। ভালো খেলার পুরস্কারও পেলেন আইসিসি থেকে।
আইসিসির অক্টোবর মাসের সেরা পুরুষ ক্রিকেটার নির্বাচিত হয়েছেন রাচিন। সেরা হওয়ার পথে তিনি পেছনে ফেলেছেন ভারতীয় বোলার জসপ্রীত বুমরাহ ও দক্ষিণ আফ্রিকান ব্যাটার কুইন্টন ডি কককে।
চলতি বিশ্বকাপে নয়টি ম্যাচ খেলে ৫৬৫ রান করেছেন রাচিন। সেঞ্চুরি করেছেন তিনটি, হাফসেঞ্চুরি দুটি। স্ট্রাইক রেট ১০৮.৪৪। আসরে এখন পর্যন্ত সবচেয়ে বেশি রান তারই। এতে তিনি ভেঙেছেন অভিষেক আসরে সবচেয়ে বেশি রান করা ইংলিশ ক্রিকেটার জনি বেয়ারস্টোর রেকর্ড। ২০১৯ বিশ্বকাপে ৫৩২ রান করেছিলেন বেয়ারস্টো।
অক্টোবরের সেরা ক্রিকেটার নির্বাচিত হওয়ার প্রতিক্রিয়ায় রাচিন বলেন, ‘এই অ্যাওয়ার্ড জিততে পেরে নিজেকে ধন্য মনে করছি। অক্টোবর মাসটি আমার ও দলের জন্য খুবই বিশেষ ছিল। বিশ্বকাপে খেলতে পারা এবং পারফর্ম করতে পারা অনেক বড় ব্যাপার।’