আফগানিস্তানকে পাঁচ উইকেটে হারাল দক্ষিণ আফ্রিকা
চলতি বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে আজ শুক্রবার (১০ নভেম্বর) মুখোমুখি হয়েছে দক্ষিণ আফ্রিকা-আফগানিস্তান। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আফগানদের পাঁচ উইকেটে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। এতে, ৯ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে থেকে সেমি ফাইনাল নিশ্চিত করেছে প্রোটিয়ারা।
ব্যাট করে ৫০ ওভারে ২৪৪ রানে অলআউট হয় আফগানিস্তান। জবাবে ৪৭.৩ ওভারে পাঁচ উইকেট হারিয়ে ২৪৭ রান করে দক্ষিণ আফ্রিকা।
২৪৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৬৪ রানের ওপেনিং জুটি গড়েন কুইন্টন ডি কক ও প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমা। ছন্দে থাকা ডি কক ৪১ রান করে মোহাম্মদ নবীর বলে লেগ বিফোরের ফাঁদে পড়েন। মুজিব উর রহমানের শিকারে পরিণত হন ২৩ রান করা বাভুমা। দ্রুতই দুই ওপেনারকে হারায় প্রোটিয়ারা। ওয়ানডাউনে নামা ফন ডার ডুসেন হাল ধরেন দলের। ৯৫ বলে ৭৬ রানে অপরাজিত থাকেন ডুসেন। তাকে সঙ্গ দেন অ্যান্ডিলে ফিলুকওয়েয়ো। ৩৭ বলে ৩৯ রানে অপরাজিত থাকেন তিনি। ১৮২ রানে পঞ্চম উইকেট হারানোর পর আর কোনো উইকেট পড়তে দেননি ডুসেন ও ফিলুকওয়েয়ো। দুজনের অবিচ্ছিন্ন ৬৫ রানের জুটিতে জয়ের দেখা পায় দক্ষিণ আফ্রিকা।
আফগানদের পক্ষে রশিদ খান ও নবী পান দুটি করে উইকেট।
দিনের শুরুতে টস জিতে ব্যাটিং বেছে নেন আফগান অধিনায়ক হাসমতউল্লাহ শহীদি। দুই ওপেনার রহমতউল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান মিলে উদ্বোধনী জুটিতে ৪১ রান এনে দেন। গুরবাজ ২৫ রান করে কেশভ মহারাজের বলে আউট হন গুরবাজ। ১৫ রানে জেরাল্ড কোয়েৎজের শিকার হন জাদরান। প্রোটিয়া বোলিংয়ের সামনে দাঁড়ানে পারেননি শহীদি। মাত্র দুই রান করে সাজঘরে ফেরেন। তাকে ফেরান মহারাজ।
৪৫ রানে তিন উইকেট হারিয়ে চাপে পড়ে আফগানরা। সেখান থেকে আর দলকে এগিয়ে নেন আজমতউল্লাহ ওমরজাই। ক্যারিয়ারের প্রথম শতকের কাছাকাছি গিয়ে অপরাজিত থাকেন ৯৭ রানে। ১০৭ বলের ইনিংসটি সাজান সাতটি চার ও তিনটি ছয়ের মারে। তার ইনিংসে ভর দিয়ে আফগানরা পায় ২৪৪ রানের মোটামুটি পুঁজি।
প্রোটিয়াদের পক্ষে চার উইকেট পান কোয়েৎজে। দুই উইকেট নেন মহারাজ।
সংক্ষিপ্ত স্কোর
আফগানিস্তান : ৫০ ওভারে ২৪৪/১০। (গুরবাজ ২৫, জাদরান ১৫, রহমত ২৬, শহীদি ২, ওমর ৯৭*, ইকরাম ১২, নবী ২, রশিদ ১৪, নূর ২৬, মুজিব ৮, নাভিন ২; রাবাদা ১০-০-৪০-০, লুঙ্গি ৮.৩-০-৬৯-২, মার্করাম ৪.৩-০-২৫-০, কোয়েৎজে ১০-১-৪৪-৪, মহারাজ ১০-১-২৫-২, অ্যান্ডিলে ৭-০-৩৬-১)
দক্ষিণ আফ্রিকা : ৪৭.৩ ওভারে ২৪৭/৫। (ডি কক ৪১, বাভুমা ২৩, ডুসেন ৭৬*, মার্করাম ২৫, ক্লাসেন ১০, মিলার ২৪, অ্যান্ডিলে ৩৯*; মুজিব ১০-০-৫১-১, ৬.৩-০-৫২-০, নবী ১০-১-৩৫-২, ওমর ১-০-৮-০, রশিদ ১০-১-৩৭-২, নূর ৯-০-৪৯-০, রহমত ১-০-১২-০)
ফল : দক্ষিণ আফ্রিকা পাঁচ উইকেটে জয়ী।