একাদশে তিন পরিবর্তন নিয়ে লড়াইয়ে বাংলাদেশ
কথায় বলে, শেষ ভালো যার সব ভালো তার! পুরো বিশ্বকাপে ব্যর্থতায় আটকে থাকা বাংলাদেশ দল এই শেষটা রাঙানোর লক্ষ্যে পুনেতে লড়াইয়ে নেমেছে। আজ শনিবার (১১ নভেম্বর) বাংলাদেশের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। যারা এরই মধ্যে কেটে ফেলেছে সেমিফাইনালের টিকেট। তাদের বিপক্ষে টুর্নামেন্ট থেকে বাদ পড়া বাংলাদেশ একাদশে তিন পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে।
আঙুলের চোটে ম্যাচের অনেক আগেই ছিটকে গেছেন সাকিব আল হাসান। তার বদলে একাদশে এসেছেন বাড়তি স্পিনার নাসুম আহমেদ।
এ ছাড়া, বাদ পড়েছেন শরিফুল ইসলাম ও তানজিম হাসান সাকিব। এই দুজনের জায়গায় ফিরেছেন শেখ মেহেদি ও মুস্তাফিজুর রহমান। মোট দুই পেসার নিয়ে আজ মাঠে নেমেছে বাংলাদেশ। আলোচনায় থাকা এনামুল হক বিজয়ের জায়গা মেলেনি একাদশে।
অন্যদিকে আগের ম্যাচে অস্ট্রেলিয়াকে জেতানো গ্লেন ম্যাক্সওয়েলকে আজ বিশ্রাম দেওয়া হয়েছে। মিচেল স্টার্ককেও আজ রাখেনি অস্ট্রেলিয়া। তাদের জায়গায় ফিরেছেন স্টিভ স্মিথ ও শন অ্যাবট।
বাংলাদেশ একাদশ : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক) লিটন দাস, তানজিদ হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, তাওহিদ হৃদয়, শেখ শেখ মেহেদি হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান।
অস্ট্রেলিয়া একাদশ : ডেভিড ওয়ার্নার, ট্রাভিস হেড, মিচেল মার্শ, স্টিভেন স্মিথ, মারনাস লাবুশেন, জশ ইংলিস (উইকেটকিপার), মার্কাস স্টয়নিস, শন অ্যাবট, প্যাট কামিন্স (অধিনায়ক), অ্যাডাম জ্যাম্পা, জশ হ্যাজলউড।