হৃদয়ের ফিফটিতে বড় সংগ্রহের আশা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাট হাতে দারুণভাবে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। ইতোমধ্যে পার করেছে ২০০ রান। উইকেটে হারিয়েছে চারটি। ২১৪ রানে চতুর্থ উইকেট হারায় বাংলাদেশ। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ফিফটির সম্ভাবনা জাগিয়ে আউট হন ৪৫ রানে। ৫৭ বলে ছয়টি চারে খেলা শান্তর ইনিংস থামে রানআউটের দুর্ভাগ্যে। তাওহিদ হৃদয় ও মাহমুদউল্লাহ মিলে ধীরস্থিরভাবে মোকাবিলা করেছেন অসি বোলারদের। পুরো আসরে ব্যাট হাতে ব্যর্থ হৃদয় আজ খেলছেন সহজ ও সাবলীল ক্রিকেট। ৬১ বলে তুলে নেন বিশ্বকাপে নিজের প্রথম অর্ধশতক। তার ক্যারিয়ারের ষষ্ঠ ফিফটি এটি। তাকে সঙ্গ দিয়ে ২৮ বলে ৩২ রান করেন মাহমুদউল্লাহ। তিনিও কাটা পড়েন রানআউটে। হৃদয়ের সঙ্গী হিসেবে ক্রিজে আছেন মুশফিকুর রহিম।
তামিমের পর ফিরলেন লিটনও
অ্যাডাম জাম্পার বলে জীবন পান লিটন দাস। ব্যক্তিগত ৩৪ রানে শর্টে ক্যাচ তুলে দেন। সেটি ধরতে ব্যর্থ হন অস্ট্রেলিয়া অধিনায়ক প্যাট কামিন্স। এর জন্য আফসোসে পুড়তে হয়নি অসিদের। খানিক বাদে জাম্পার বলেই আউট হন লিটন। অসি স্পিনারের বল সোজা ব্যাটে লং অনে তুলে দেন বাংলাদেশি ওপেনার। বাউন্ডারি লাইনে দাঁড়িয়ে সহজ ক্যাচ নেন মার্নাস লাবুশেন। দলীয় ১০৬ রানে বাংলাদেশ হারায় দ্বিতীয় উইকেট। পাঁচটি চারে ৪৫ বলে ৩৬ রান করেন লিটন।
সম্ভাবনা জাগিয়ে ফিরলেন তামিম
অস্ট্রেলিয়ার বিপক্ষে শুরুটা বেশ চমৎকারই করেছে বাংলাদেশ। লিটন দাস ও তানজিদ হাসান তামিম মিলে বাংলাদেশকে এনে দেন দারুণ শুরু। অসিদের দুর্দান্ত বোলিংয়ের বিপক্ষে ১১.২ ওভারে ৭৬ রানের ওপেনিং জুটি গড়ে বাংলাদেশ। দ্বাদশ ওভারের দ্বিতীয় বলে শিন অ্যাবোটের বলে ফিরতি ক্যাচ দিয়ে ফেরেন তামিম। অ্যাবোটের লো বাউন্সারে ডিফেন্স করতে গেলেও মাঝ ব্যাটে লেগে ক্যাচ উঠে যায়। আউট হওয়ার আগে ৩৪ বলে ছয়টি চারে ৩৬ রান করেন তামিম।
দুই ওপেনারের ব্যাটে সাবধানী শুরু বাংলাদেশের
কথায় বলে, শেষ ভালো যার সব ভালো তার! পুরো বিশ্বকাপে ব্যর্থতার বৃত্তে আটকে থাকা বাংলাদেশ দল শেষটা রাঙানোর লক্ষ্যে লড়াইয়ে নেমেছে। আজ শনিবার (১১ নভেম্বর) বাংলাদেশের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। যারা এরই মধ্যে কেটে ফেলেছে সেমিফাইনালের টিকেট। পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন মাঠে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় অসিরা। অসি বোলিংয়ের বিপক্ষে শুরুটা দেখেশুনে করছেন দুই ওপেনার লিটন দাস ও তানজিদ হাসান তামিম। ভালো বলগুলো ঠেকিয়ে বাজে বল সীমানা ছাড়া করছেন দুজন।
একাদশে তিন পরিবর্তন নিয়ে লড়াইয়ে বাংলাদেশ
অস্ট্রেলিয়ার বিপক্ষে আজ একাদশে তিন পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। আঙুলের চোটে আগেই ছিটকে গেছেন সাকিব আল হাসান। তার বদলে একাদশে এসেছেন স্পিনার নাসুম আহমেদ। এ ছাড়া, বাদ পড়েছেন শরিফুল ইসলাম ও তানজিম হাসান সাকিব। এই দুজনের জায়গায় ফিরেছেন শেখ মেহেদি ও মুস্তাফিজুর রহমান। দুই পেসার নিয়ে আজ মাঠে নেমেছে বাংলাদেশ। আলোচনায় থাকা এনামুল হক বিজয়ের জায়গা মেলেনি একাদশে। অন্যদিকে, আগের ম্যাচে অস্ট্রেলিয়াকে জেতানো গ্লেন ম্যাক্সওয়েলকে আজ বিশ্রাম দেওয়া হয়েছে। মিচেল স্টার্ককেও আজ রাখেনি অস্ট্রেলিয়া। তাদের জায়গায় ফিরেছেন স্টিভ স্মিথ ও শন অ্যাবট।
অস্ট্রেলিয়ার বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ
বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে আগেই নিশ্চিত হয়েছে বাংলাদেশের বিদায়। সে হিসেবে অস্ট্রেলিয়ার সঙ্গে লড়াইটা সাধারণ দৃষ্টিতে গুরুত্ব হারিয়েছে। অথচ পয়েন্ট টেবিলে আটে থাকা বাংলাদেশকে অবস্থান ধরে রাখতে এই ম্যাচের রয়েছে গুরুত্ব। অসিদের হারিয়ে বিজয় অথবা কম ব্যবধানের হার বজায় থাকলে টিকে থাকতে পারে বাংলাদেশের অবস্থান। আর এতে নিশ্চিত হতে পারে চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশগ্রহণ। এমন সমীকরণ মাথায় নিয়ে আজ অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ। শেষ ম্যাচে অধিনায়ক সাকিব আল হাসানকে পাচ্ছে না বাংলাদেশ। চোটের কারণে দেশে ফিরেছেন তিনি। তার পরিবর্তে অধিনায়কের দায়িত্ব পালন করছেন নাজমুল হোসেন শান্ত।