কোথায় উন্নতি করতে হবে আমরা খুঁজে দেখব : শান্ত
বিশ্বকাপে আরেকটি ম্যাচ। বাংলাদেশের আরেকটি পরাজয়। আর এই পরাজয় দিয়েই শেষ হলো এবারের বিশ্বকাপে বাংলাদেশের যাত্রা। সেমিফাইনালের স্বপ্ন দেখে আসা বাংলাদেশ এবার দুঃস্বপ্নের আসর কাটিয়ে বাড়ির ফেরার অপেক্ষায়। তবে, ফেরার আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে নেতৃত্ব দেওয়া অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানালেন, কোথায় উন্নতি করতে হবে সেটা তারা খুঁজে দেখবেন।
অস্ট্রেলিয়ার বিপক্ষে আজ শনিবার (১১ নভেম্বর) নিজেদের শেষ ম্যাচে আট উইকেটে হেরেছে বাংলাদেশ। মোট ৯ ম্যাচে দুই জয় ও সাত হারে পয়েন্ট টেবিলের আটে থেকে শেষ হলো বাংলাদেশের বিশ্বকাপ।
শেষ ম্যাচে বিদায়ের পর হতাশাজনক পারফর্ম নিয়ে শান্ত বলেছেন, ‘এটা হতাশাজনক, আমরা এই টুর্নামেন্টে আমাদের সেরাটা খেলতে পারিনি। আমরা দেখব এখন থেকে আমরা উন্নতির জন্য কী করতে পারি।’
পুরো বিশ্বকাপে বাংলাদেশ দল বাজে খেললেও দারুণ ছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। সতীর্থকে নিয়েও প্রশংসা করতে ভুল করলেন না শান্ত, ‘এই বিশ্বকাপে মাহমুদউল্লাহ ভাই সত্যিই ভালো ব্যাটিং করেছে এবং সাকিব ভাই বেশ কয়েকটি ম্যাচে ভালো বোলিং করেছেন।’