পাকিস্তানকে হারিয়ে শেষটা রাঙাল ইংল্যান্ড
জয় দিয়ে আসর শুরু করেও এবারের বিশ্বকাপে নিজেদের চ্যাম্পিয়ন তকমাটা রাখতে পারল না ইংল্যান্ড। এমনকি যেতে পারল না শেষ চারের লড়াইয়েও। তবে, ভারতের মাটিতে ছন্দপতন হওয়া ইংল্যান্ড নিজেদের শেষটা রাঙিয়েছে। পাকিস্তানের বিপক্ষে বড় জয়ে নিজেদের বিশ্বকাপ অভিযান শেষ করেছে গেলবারের চ্যাম্পিয়নরা।
আজ শনিবার (১১ নভেম্বর) নিজেদের শেষ ম্যাচে পাকিস্তানকে ৯৩ রানে হারিয়েছে ইংলিশরা। মোট ৯ ম্যাচে তিন জয়ে ছয় পয়েন্ট নিয়ে টেবিলের সাতে থেকে আসর শেষ করেছে তারা। সেই সঙ্গে নিশ্চিত রেখেছে ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির টিকেট।
অন্যদিকে ম্যাচটিতে মাঠে নামার আগে সেমিফাইনালে যাওয়ার ক্ষীণ সম্ভবনা ছিল পাকিস্তানের। সেটা রান তাড়া করার আগেই শেষ হয়ে যায়। সমান ৯ ম্যাচে চার জয়ে আট পয়েন্ট নিয়ে শেষ হলো বাবরদের বিশ্বকাপযাত্রা।
কলকাতায় আজ আগে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ৩৩৭ রানের বিশাল সংগ্রহ পায় ইংল্যান্ড। যা তাড়া করতে নেমে ২৪৪ রানেই থেমে যায় পাকিস্তান। বড় রান তাড়ায় কেউই বড় ইনিংস খেলতে পারেননি। দলের পক্ষে সর্বোচ্চ ৫১ রান এসেছে আগা সালমানের ব্যাট থেকে। ৩৮ রান করেছেন অধিনায়ক বাবর আজম। ৩৬ এসেছে রিজওয়ানের ব্যাট থেকে। শেষ দিকে হারিস রউফ করেন ৩৫ রান।
এর আগে কলকাতার ইডেন গার্ডেন্সে পাকিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। ওপেনিং জুটিতে ৮২ রান তোলে তারা। ডেভিড মালান ৩১ ও জনি বেয়ারস্টো ৫৯ রান করে আউট হন। মালানকে ফেরান ইফতেখার আহমেদ। বেয়ারস্টো পরিণত হন হারিস রউফের শিকারে। ওয়ানডাউনে নামা জো রুট ৬০ রান করে শাহিন আফ্রিদির বলে আউট হন। আগের ম্যাচের সেঞ্চুরিয়ান বেন স্টোকস এ দিনও খেলেন অসাধারণ এক ইনিংস। ৭৬ বলে ১১ চার ও দুই ছক্কায় ৮৪ রান করেন স্টোকস। ম্যাচে ইংলিশদের পক্ষে ব্যক্তিগত সর্বোচ্চ সংগ্রহ এটি।
শেষদিকে, হ্যারি ব্রুক ১৭ বলে ৩০ এবং জস ইংলিশ অধিনায়ক জস বাটলার করেন ১৮ বলে ২৭ রান। এ দুটি ক্যামিওতে ভর দিয়ে ইংলিশরা পায় রানের ৩৩৭ রানের বিশাল সংগ্রহ।
পাকিস্তানের পক্ষে রউফ পান তিন উইকেট। দুটি করে উইকেট নেন ওয়াসিম ও আফ্রিদি।