ব্যর্থতার মালা পরে বিশ্বকাপ থেকে ফিরল বাংলাদেশ দল
মাস দুয়েক আগেও বিশ্বকাপকে ঘিরে কতশত স্বপ্ন ছিল বাংলাদেশের চোখে। সাকিব আল হাসানের অধীনে অন্তত সেমিফাইনালে খেলার প্রত্যাশা করেছিলেন সবাই। কিন্তু, সেই আশায় গুড়েবালি! সেমির আশা তো দূরে, বিশ্বকাপে নিজেদের সবচেয়ে বাজে মৌসুম কাটিয়ে এবার দেশে ফিরল লাল-সবুজের দল।
ব্যর্থতার মালা পরে আজ রোববার (১২ নভেম্বর) ঢাকায় ফিরেছেন শান্ত-মিরাজরা। অধিনায়ক সাকিব আল হাসান অস্ট্রেলিয়া ম্যাচের আগেই দেশে ফেরেন। কারণ, তিনি চোটাক্রান্ত। বাকিরা অস্ট্রেলিয়ার বিপক্ষে আরেকটি হার বাড়িয়ে ফিরলেন আজ।
২০০৩ এর ওয়ানডে বিশ্বকাপের পর ৫০ ওভারের এই বৈশ্বিক আসরে সবচেয়ে বাজে সময় কাটাল বাংলাদেশ। ওই বছর ছয় ম্যাচের পাঁচটিতেই হেরেছিল বাংলাদেশ। এরপর থেকে গত চার বিশ্বকাপে অন্তত তিনটি করে ম্যাচ জিতেছিল বাংলাদেশ। এর মধ্যে বড় দলকে হারিয়ে বিশ্বকে তাক লাগানোর ব্যাপারও ছিল। কিন্তু, এবারের ব্যর্থতা সবকিছু মাড়িয়ে দিল। নয় ম্যাচের মধ্য জয় এসেছে সাকুল্য দুটিতে। আফগানিস্তান ও শ্রীলঙ্কা বাদে নেদারল্যান্ডসসহ বাকি সব দলের সঙ্গেই হেরেছেন সাকিব-মুশফিকরা। হারের বাজে ধরন, অন্যান্য সবকিছুই ছিল চোখে লাগার মতো। ছন্নছাড়া পারফর্মেন্সে বিশ্বকাপে তলিয়ে গেল বাংলাদেশ। আত্মবিশ্বাস চুরমার করে বিশ্বকাপের ব্যর্থ যাত্রা শেষে দেশে ফিরেছেন তারা।