সেমির আগে চ্যালেঞ্জ অনুভব করছেন রোহিত
চলতি বিশ্বকাপের এখন পর্যন্ত সেরা দল কোনটি? চোখ বন্ধ করে যে কেউই বলবে, ভারতের নাম। বলাটাই তো স্বাভাবিক। এই বিশ্বকাপে ভারতই একমাত্র দল, যাদের এখন পর্যন্ত কেউ হারাতে পারেনি। অজেয় ভারত দারুণ ছন্দ নিয়ে নিশ্চিত করেছে সেমি ফাইনাল। আগামীকাল বুধবার (১৫ নভেম্বর) প্রথম সেমি ফাইনালে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে ভারত। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায়। এর আগে আজ মঙ্গলবার (১৪ নভেম্বর) সংবাদ সম্মেলনে আসেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। সেখানে নিজেদের বিশ্বকাপ যাত্রা ও সামনের পথ নিয়ে কথা বলেন তিনি।
রোহিত বলেন, ‘আমাদের প্রথম লক্ষ্য ছিল, ভালো ক্রিকেট খেলা। প্রথম ম্যাচ থেকে শুরু করে সব ম্যাচেই ছেলেরা ভালো খেলেছে। বিশ্বকাপের ম্যাচে চাপ বেশি থাকে। আর ভারতীয় ক্রিকেটার হিসেবে চাপটা আরও বেশি। ফরম্যাট যেমনই হোক, সবার অনেক প্রত্যাশা থাকে। ম্যাচ জিততে হবে, সেঞ্চুরি করতে হবে, পাঁচ উইকেট নিতে হবে। ভারতীয় ক্রিকেটারদের জন্য এই চাপ সবসময়ই থাকে। ছেলেরা এর সঙ্গে মানিয়ে নিয়েছে। বিশ্বকাপের নয়টি ম্যাচেও আমরা সেই চাপ সামলে জিতেছি। বাকি দুটি ম্যাচেও ভালো খেলার চেষ্টা থাকবে।’
দুই ম্যাচ খেলতে হলে আগে প্রথম ম্যাচ জিততে হবে। কারণ সেমি ফাইনাল নকআউট পর্ব। সেটি মাথায় রেখে রোহিত বলেন, ‘আমরা পরের দু্ই ম্যাচেও জিততে চাইব। আমাদের সামনে শিরোপা জেতার সুযোগ আছে। তবে, এখন ভাবনায় সামনের ম্যাচ। সেমি ফাইনালে আমাদের প্রতিপক্ষ অনেক শক্তিশালী। বেশ চ্যালেঞ্জিং হবে ম্যাচটি। তাদের মোকাবিলা করতে প্রস্তুত আছি সবাই।’