মাঠে বসে ভারত-নিউজিল্যান্ড ম্যাচ দেখছেন বেকহাম
মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে সাজ সাজ রব। এই মাঠেই আজ বুধবার (১৫ নভেম্বর) বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল চলছে। মুখোমুখি হয়েছে ভারত-নিউজিল্যান্ড। ভারতের বিভিন্ন অঙ্গনের তারকারা মাঠে বসে উপভোগ করছেন ম্যাচটি। তবে, ম্যাচ শুরুর আগে অন্যতম প্রধান আকর্ষণ হিসেবে হাজির হন ডেভিড বেকহাম।
ইংল্যান্ড ও ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক কিংবদন্তি ফুটবলার বেকহাম মাঠে এসেছেন ইউনিসেফের দূত হিসেবে। দীর্ঘদিন ধরে ইউনিসেফের শুভেচ্ছাদূত হিসেবে কাজ করছেন তিনি। শিশুদের অধিকার ও লিঙ্গসমতা নিয়ে বিশ্বব্যাপী সচেতনতা সৃষ্টিতে কাজ করছেন সাবেক এই ফুটবলার।
চলতি বিশ্বকাপে আইসিসি ও ইউনিসেফের যৌথ উদ্যোগে চলছে ‘ওয়ান ডে ফর চিলড্রেন’ ক্যাম্পেইন। এর অংশ হিসেবেই আজ মাঠে এসেছেন বেকহাম। কয়েকজন শিশু ও কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকারসহ ম্যাচ শুরুর আগে মাঠে প্রবেশ করেন বেকহাম।