কোহলি-শ্রেয়াসের ব্যাটে ছুটছে ভারত
মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামকে বলা হয় শচীন টেন্ডুলকারের মাঠ। ভারতীয় ক্রিকেট ঈশ্বরের স্মৃতিধন্য ওয়াংখেড়েতে আজ উপস্থিত আছেন শচীন স্বয়ং। তার সামনে তারই গড়া ২০ বছরের পুরোনো রেকর্ড ভাঙলেন বিরাট কোহলি। ওয়ানডেতে এক বিশ্বকাপে সর্বোচ্চ রানের রেকর্ড এতদিন ছিল শচীনের দখলে। ২০০৩ বিশ্বকাপে শচীনের করা ৬৭৩ রানের রেকর্ড ভেঙে দিয়েছেন কোহলি। নিউজিল্যান্ডের বিপক্ষে আজকের ম্যাচে ব্যক্তিগত ৮০ রানের সময় শচীনকে পেছনে ফেলেন কোহলি। কোহলিকে সঙ্গ দিচ্ছেন শ্রেয়াস আইয়ার। অর্ধশতক পার করেছেন তিনি। ১৬৪ রানে শুভমান গিল রিটায়ার্ড হার্ট হলে মাঠে নামেন শ্রেয়াস। কোহলি-শ্রেয়াসের শতরান ছাড়ানো জুটিতে ভারত ছুটছে বড় সংগ্রহের দিকে।
গিলের চোট, কোহলির ফিফটিতে ভারতের এগিয়ে চলা
রোহিত শর্মা ঝড়ো শুরু এনে দেন ভারতকে। তার ২৯ বলে ৪৭ রানের ইনিংসে ভর দিয়ে ভারত পায় ৭১ রানের উদ্বোধনী জুটি। রোহিত ফিরে গেলেও আরেক ওপেনার শুভমান গিল চড়াও হন নিউজিল্যান্ড বোলারদের ওপর। দুরন্ত ব্যাটিংয়ে সেঞ্চুরির দিকে এগিয়ে যাচ্ছিলেন তিনি। কিন্তু, ৬৫ বলে ৭৯ রান করে চোটের শিকার হন গিল। মাঠ ছাড়েন রিটায়ার্ড হয়ে। তার ইনিংসটি সাজানো ছিল আটটি চার ও তিনটি ছয়ে। বিরাট কোহলির সঙ্গে ৯৩ রানের জুটি গড়েন গিল। তরুণ এই তারকা মাঠ ছাড়লে ক্রিজে আসেন শ্রেয়াস আইয়ার। তাকে নিয়ে ভারতকে এগিয়ে নিচ্ছেন কোহলি। তিনি তুলে নেন চলতি বিশ্বকাপে নিজের ষষ্ঠ অর্ধশতক। ৫৯ বলে ফিফটি করেন কোহলি।
ভারতকে দুর্দান্ত শুরু এনে দিয়ে ফিরলেন রোহিত
এবারের বিশ্বকাপের এখন পর্যন্ত সেরা দল কোনটি? চোখ বন্ধ করে যে কেউই বলবে, ভারতের নাম। বলাটাই তো স্বাভাবিক। চলতি আসরে ভারতই একমাত্র দল, যাদের এখন পর্যন্ত কেউ হারাতে পারেনি। অজেয় ভারত দারুণ ছন্দ নিয়ে নিশ্চিত করেছে সেমিফাইনাল। আজ বুধবার (১৫ নভেম্বর) প্রথম সেমিফাইনালে নিউজিল্যান্ডের মুখোমুখি হয়েছে ভারত।
টস জিতে ব্যাটিংয়ে নামা ভারত শুরুটা করেছে স্বভাবসুলভ ভঙ্গিতে। দুই ওপেনার রোহিত শর্মা ও শুভমান গিল মিলে আগ্রাসী ভঙ্গিতে শুরু করেছে কিউইদের বিপক্ষে। ৮.২ ওভারে ৭১ রানের উদ্বোধনী জুটি গড়ে ভারত। টিম সাউদির বলে লং অনে ক্যাচ দিয়ে ফেরেন রোহিত। কেন উইলিয়ামসনের ক্যাচে পরিণত হওয়ার আগে ২৯ বলে ৪৭ রান করেন তিনি।
প্রথম সেমিফাইনালে টস জিতে ব্যাটিংয়ে ভারত
মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আসরের প্রথম সেমিফাইনালে কিউইদের বিপক্ষে টস জিতে ব্যাটিং বেছে নিয়েছে ভারত।
ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা বলেন, ‘আমাদের প্রথম লক্ষ্য ছিল, ভালো ক্রিকেট খেলা। প্রথম ম্যাচ থেকে শুরু করে সব ম্যাচেই ছেলেরা ভালো খেলেছে। বিশ্বকাপের ম্যাচে চাপ বেশি থাকে। ছেলেরা এর সঙ্গে মানিয়ে নিয়েছে। বিশ্বকাপের নয়টি ম্যাচেও আমরা সেই চাপ সামলে জিতেছি। বাকি দুটি ম্যাচেও ভালো খেলার চেষ্টা থাকবে। দুই ম্যাচ খেলতে হলে আগে প্রথম ম্যাচ জিততে হবে। আমাদের সামনে শিরোপা জেতার সুযোগ আছে। তবে, এখন ভাবনায় আজকের ম্যাচ। আমাদের প্রতিপক্ষ অনেক শক্তিশালী। বেশ চ্যালেঞ্জিং হবে ম্যাচটি।’
কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন বলেন, ‘এতটুকু আসতে পারা বিশেষ কিছু। ভারতের বিপক্ষে ম্যাচটি সহজ হবে না। সব দলেরই নিজস্ব শক্তিমত্তা আছে। আমরাও দল হিসেবে টুর্নামেন্টে ভালো করেছি। এখন আমাদের পুরো মনোযোগ এই ম্যাচের দিকে। এটি অনেক বড় ম্যাচ।’