ওয়াংখেড়েতে কোহলির বিরাট কাণ্ড
একটি কিংবা দুটি নয়, এক ম্যাচে তিনটি রেকর্ড গড়লেন বিরাট কোহলি। ক্রিকেটের ইতিহাস বই রীতিমতো ওলটপালট করে দিলেন তিনি। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আজ বুধবার (১৫ নভেম্বর) বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হয়েছে ভারত-নিউজিল্যান্ড। টস জিতে আগে ব্যাটিং নেওয়া ভারতের পক্ষে ১১৩ বলে ১১৭ রান করেন কোহলি। নয়টি চার ও দুই ছয়ে সাজানো ইনিংসটির মাহাত্ম্য হয়তো তার ক্যারিয়ারে সবচেয়ে বেশি।
ওয়াংখেড়েকে বলা হয় শচীন টেন্ডুলকারের মাঠ। ভারতীয় ক্রিকেট ঈশ্বরের স্মৃতিধন্য ওয়াংখেড়েতে আজ উপস্থিত আছেন শচীন স্বয়ং। তার সামনে তারই গড়া ২০ বছরের পুরোনো রেকর্ড ভাঙলেন বিরাট কোহলি। ভাঙলেন ২৩ বছরের ক্যারিয়ারে গড়া অনন্য এক অর্জন। শচীনের দুই রেকর্ড ভাঙার পাশাপাশি আরেকটি রেকর্ড নিজের করে নেন কোহলি।
ওয়ানডেতে এক বিশ্বকাপে সর্বোচ্চ রানের রেকর্ড এতদিন ছিল শচীনের দখলে। ২০০৩ বিশ্বকাপে শচীনের করা ৬৭৩ রানের রেকর্ড ভেঙে দিয়েছেন কোহলি। নিউজিল্যান্ডের বিপক্ষে আজকের ম্যাচে ব্যক্তিগত ৮০ রানের সময় শচীনকে পেছনে ফেলেন তিনি। এরপর পূর্ণ করেন শতক। চলতি বিশ্বকাপে এটি কোহলির তৃতীয় সেঞ্চুরি। আর ক্যারিয়ারের ৫০তম। ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে একমাত্র ক্রিকেটার হিসেবে ৫০ শতক পূর্ণ করলেন তিনি। ভাঙলেন শচীনের ৪৯ সেঞ্চুরির রেকর্ড।
ম্যাচে ১০২ থেকে ১০৬ রানে কোহলি পৌঁছান চার মেরে। তাতেই গড়েছেন আরেকটি রেকর্ড। যে রেকর্ডে তিনি একমাত্র ক্রিকেটার। আজকের ম্যাচ শুরুর আগে এই বিশ্বকাপে কোহলির রান ছিল ৫৯৪। ১০৬ রানের সময় স্পর্শ করেন ৭০০ রানের মাইলফলক। ওয়ানডেতে এক বিশ্বকাপে ৭০০ রান নেই আর কারও। বর্তমানে তার রান ৭১১।
টিম সাউদির বলে ডেভন কনওয়ের তালুবন্দি হয়ে সাজঘরে ফেরার সময় কোহলির নামের পাশে তিনটি অনন্য অর্জন। তাকে ভক্তরা ভালোবেসে ’কিং কোহলি’ নামে ডাকে। ভক্তদের ভালোবাসার প্রতিদান দিয়ে রাজার মতোই মাঠ ছাড়লেন কোহলি। তার আগে ঘটালেন তিনটি বিরাট কাণ্ড।