মিলারের ব্যাটে প্রতিরোধের চেষ্টা প্রোটিয়াদের
স্কোরবোর্ডে ২৪ রান জমা করতেই দক্ষিণ আফ্রিকা হারিয়েছে চার উইকেট। চলতি বিশ্বকাপে প্রোটিয়াদের পারফর্ম্যান্স দেখলে, এটি অবিশ্বাস্যই বটে। কিন্তু, অস্ট্রেলিয়ার পেসারদের বিপক্ষে দাঁড়াতেই পারেননি প্রোটিয়া টপ অর্ডার। ইনিংসের ১৪তম ওভারে বৃষ্টি এলে বন্ধ রাখা হয় খেলা। বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগে ১৪ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ছিল চার উইকেট হারিয়ে ৪৪ রান। বৃষ্টি শেষে আবারও মাঠে গড়ায় ম্যাচ। পঞ্চম উইকেট জুটিতে হেনরিক ক্লাসেন ও ডেভিড মিলার মিলে ৯৫ রানের জুটি গড়ে বিপর্যয় সামাল দেন।
তবে, সেই প্রতিরোধ ভাঙেন ট্রাভিস হেড। নিজের প্রথম ওভারেই জোড়া উইকেট নিয়ে অসিদের ব্রেক থ্রু এনে দেন তিনি। প্রথমে ফেরান ৪৮ বলে ৪৭ রান করা ক্লাসেনকে। তাকে বোল্ড করেন হেড। পরের বলে লেগ বিফোরের ফাঁদে ফেলেন মার্কো জ্যানসেনকে।
ছয় উইকেট হারানো প্রোটিয়াদের শেষ ভরসা হয়ে অপরাজিত আছেন ডেভিড মিলার। অর্ধশতক পার করেছেন তিনি। তার সঙ্গে ক্রিজে আছেন জেরাল্ড কোয়েৎজে।
পাওয়ার প্লেতে বিবর্ণ দক্ষিণ আফ্রিকা
চলতি বিশ্বকাপে প্রথম পাওয়ার প্লেতে প্রায় প্রতি ম্যাচেই প্রতিপক্ষ বোলারদের ওপর চড়াও হতে দেখা গেছে দক্ষিণ আফ্রিকাকে। আগে ব্যাট করলে যে বিষয়টি আরও বেশি করে চোখে পড়ত। অথচ, বিশ্বকাপের সেমিফাইনালে দেখা যাচ্ছে উল্টো চিত্র। দ্বিতীয় সেমিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাট হাতে রীতিমত সংগ্রাম করছে প্রোটিয়ারা। প্রথম ওভারেই অধিনায়ক টেম্বা বাভুমাকে হারায় তারা। গোটা আসর মাতানো কুইন্টন ডি ককও ব্যর্থ হন। জস হ্যাজেলউডের বলে প্যাট কামিন্সকে ক্যাচ দিয়ে ফেরেন ডি কক। দলীয় রান তখন আট। ডি কক করেছেন তিন রান। ১০ রান করে ফিরেছেন এইডেন মার্করামও। তাকে ফিরিয়েছেন মিচেল স্টার্ক। স্কোরবোর্ডে ২২ রান জমা করতেই প্রোটিয়ারা হারিয়েছে তিন উইকেট।
শুরুতেই হোঁচট খেল দক্ষিণ আফ্রিকা
চলতি বিশ্বকাপের গ্রুপ পর্বে দক্ষিণ আফ্রিকা যে দুটি ম্যাচ হেরেছে, দুটিতেই পরে ব্যাট করেছে তারা। রান তাড়ায় ফুটে উঠেছে দলটির দুর্বলতা। যেখানে আগে ব্যাটিং করে প্রায় প্রতি ম্যাচেই গড়েছে বিশাল সংগ্রহ। অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে টস জিতে তাই ব্যাটিং বেছে নেয় প্রোটিয়ারা। তবে, ইডেন গার্ডেন্সে শুরুটা মোটেই ভালো হয়নি তাদের। প্রথম ওভারেই হারায় অধিনায়ক টেম্বা বাভুমার উইকেট। প্রথম ওভারের শেষ বলে অসি পেসার মিচেল স্টার্কের বলে জস ইংলিশের হাতে ক্যাচ দিয়ে শূন্য রানে সাজঘরে ফেরেন বাভুমা।
টসে জিতে ব্যাটিংয়ে দক্ষিণ আফ্রিকা
বিশ্বকাপে দারুণ ধারাবাহিকতায় গ্রুপ পর্ব শেষ করেছে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। ছন্দে থাকা দল দুটি আজ বৃহস্পতিবার (১৬ নভেম্বর) মুখোমুখি হয়েছে বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে। কলকাতার ইডেন গার্ডেন্সে অস্ট্রেলিয়ার বিপক্ষে টস জিতে ব্যাটিং বেছে নিয়েছে দক্ষিণ আফ্রিকা।
টস জিতে প্রোটিয়া অধিনায়ক বাভুমা বলেন, ‘আমাদের বিশ্বকাপ যাত্রাটা এখন পর্যন্ত চমৎকার। আমাদের দলটা যথেষ্ট ভালো। আমরা যা করেছি, তাতে আমাদের আত্মবিশ্বাস বেড়েছে। আজ নিজেদের শতভাগ দিয়েই খেলব আমরা।’
অসি অধিনায়ক প্যাট কামিন্স বলেন, ‘আগে ব্যাট করতে পারলে ভালো হতো। কিন্তু, টস কারও হাতে নেই। আমরা বল হাতে সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করব। প্রোটিয়াদের যতটা সম্ভব অল্পতে আটকাতে চাইব।’