দুরন্ত শুরুর পর দ্রুত উইকেট হারাল অস্ট্রেলিয়া
দক্ষিণ আফ্রিকার দেওয়া ২১৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমেছে অস্ট্রেলিয়া। খুব বড় নয় লক্ষ্যটা। সেটি যেন আরও সহজ করে দিলেন দুই ওপেনার ডেভিড ওয়ার্নার ও ট্রাভিস হেড। উদ্বোধনী জুটিতে ৬.১ ওভারে স্কোরবোর্ডে জমা করেন ৬০ রান। এক চার ও চার ছক্কায় ১৮ বলে ২৯ রান করেন ওয়ার্নার। তার ঝড়ো ইনিংসটি থামান এইডেন মার্করাম। সপ্তম ওভারে বোল্ড করেন অসি ওপেনারকে।
এক ওভার পর দ্বিতীয় উইকেট হারায় অসিরা। শূন্য রানে মিচেল মার্শকে ফেরান কাগিসো রাবাদা। কাভারে দুর্দান্ত এক নেন ফর ডার ডুসেন। ৬১ রানে দুই উইকেট হারানো অসিদের হয়ে এখন ক্রিজে আছেন হেড ও স্টিভ স্মিথ।
অস্ট্রেলিয়াকে ২১৩ রানের লক্ষ্য দিল দক্ষিণ আফ্রিকা
দক্ষিণ আফ্রিকার পুরোনো অপবাদ আছে। বড় ম্যাচে মুখ থুবড়ে পড়া প্রোটিয়াদের ‘চোকার্স’ নামে ডাকা হয়। যে কোনো আসরে দুর্দান্ত খেলে নকআউটে এসে যেন নিজেদের হারিয়ে ফেলে তারা। চলতি বিশ্বকাপের গ্রুপ পর্বে ব্যাট হাতে দুর্দান্ত খেলা দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে ব্যর্থ বড় সংগ্রহ গড়তে। আজ বৃহস্পতিবার (১৬ নভেম্বর) অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪৯.৪ ওভারে অলআউট হয় ২১২ রানে।
টসে জিতে ব্যাটিংয়ে দক্ষিণ আফ্রিকা
বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে। কলকাতার ইডেন গার্ডেন্সে অস্ট্রেলিয়ার বিপক্ষে টস জিতে ব্যাটিং বেছে নিয়েছে দক্ষিণ আফ্রিকা।
টস জিতে প্রোটিয়া অধিনায়ক বাভুমা বলেন, ‘আমাদের বিশ্বকাপ যাত্রাটা এখন পর্যন্ত চমৎকার। আমাদের দলটা যথেষ্ট ভালো। আমরা যা করেছি, তাতে আমাদের আত্মবিশ্বাস বেড়েছে। আজ নিজেদের শতভাগ দিয়েই খেলব আমরা।’
অসি অধিনায়ক প্যাট কামিন্স বলেন, ‘আগে ব্যাট করতে পারলে ভালো হতো। কিন্তু, টস কারও হাতে নেই। আমরা বল হাতে সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করব। প্রোটিয়াদের যতটা সম্ভব অল্পতে আটকাতে চাইব।’