অস্ট্রেলিয়াকে খোঁচা দিয়ে যা বললেন গৌতম গম্ভীর
বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ফাইনালে উঠেছে অস্ট্রেলিয়া। গতকাল বৃহস্পতিবার (১৬ নভেম্বর) প্রোটিয়াদের তিন উইকেটে হারায় তারা। তবে, প্রোটিয়াদের দেওয়া ২১৩ রানের লক্ষ্য পার করতে বেশ বেগ পেতে হয় অসিদের। এক পর্যায়ে মনে হয়েছিল, ম্যাচটি হারতে চলেছে তারা। শেষ দিকে কুইন্টন ডি কক যদি প্যাট কামিন্সের সহজ ক্যাচ না ছাড়তেন, ম্যাচের ফল ভিন্ন হলেও হতে পারত। জীবন পেয়ে মিচেল স্টার্ককে সঙ্গে নিয়ে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন অসি অধিনায়ক কামিন্স।
আগামী ১৯ নভেম্বর ফাইনালে ভারতকে মোকাবিলা করবে অস্ট্রেলিয়া। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি। চলতি আসরে ভারত আছে দুর্দান্ত ছন্দে। গ্রুপ পর্বের ৯ ম্যাচ ও সেমিফাইনাল মিলিয়ে জিতেছে ১০ ম্যাচের প্রতিটিতে। সবগুলো ম্যাচেই পেয়েছে দাপুটে জয়। নিজেদের মাটিতে বিশ্বকাপ হওয়ায় ফাইনালেও এগিয়ে থাকবে ভারত।
সাবেক ভারতীয় তারকা গৌতম গম্ভীরও মনে করেন, ভারত বেশ আত্মবিশ্বাসী। পক্ষান্তরে, অস্ট্রেলিয়া দলকে দুর্বল বলেছেন তিনি। এমন খবরই প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে।
আজ শুক্রবার (১৭ নভেম্বর) ইন্ডিয়া টুডের প্রতিবেদনে প্রকাশিত হয় গম্ভীরের একটি বক্তব্য। সেই বক্তব্যে গম্ভীর বলেন, ‘ফাইনালের আগে ভারতকে বেশ আত্মবিশ্বাসী মনে হচ্ছে। অস্ট্রেলিয়ার মুখোমুখি হতে তারা প্রস্তুত। এই অস্ট্রেলিয়া দলকে আমার কাছে বেশ দুর্বল মনে হয়েছে। তারা নিজেদের সেরা খেলা থেকে অনেক দূরে আছে। যদিও, নকআউট পর্বে কীভাবে জিততে হয় তারা সেটি জানে। তাই, অস্ট্রেলিয়াকে একদম ফেলে দেওয়া যাবে না।’