পাকিস্তানের নতুন প্রধান নির্বাচক ওয়াহাব রিয়াজ
বিশ্বকাপ চলাকালীন পাকিস্তানের প্রধান নির্বাচকের পদ থেকে পদত্যাগ করেন ইনজামাম-উল-হক। তার জায়গায় নতুন প্রধান নির্বাচক করা হয়েছে ওয়াহাব রিয়াজকে। সাবেক পেসারকে নিযুক্ত করার বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আজ শুক্রবার (১৭ নভেম্বর) নিজেদের ওয়েবসাইটে আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে জানিয়েছে তারা।
পাকিস্তান জাতীয় দলের হয়ে ২৭ টেস্ট, ৯১ ওয়ানডে ও ৩৬টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন ওয়াহাব। বিশ্বকাপে পাকিস্তানের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট সংগ্রাহক তিনি। নিয়েছেন ৩৫ উইকেট। প্রধান নির্বাচকের দায়িত্ব পেয়ে পিসিবির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ওয়াহাব।
ওয়াহাব বলেন, ‘পাকিস্তান দলের প্রধান নির্বাচক হতে পারাটা সম্মানের। আমার প্রতি এই আস্থাটুকু রাখায় পিসিবির চেয়ারম্যানকে কৃতজ্ঞতা জানাই। এটি অনেক বড় চ্যালেঞ্জ। তবে, নির্বাচক হাফিজের সঙ্গে আমার সম্পর্ক বন্ধুত্বপূর্ণ। আশা করি, দুজন মিলে পাকিস্তান ক্রিকেটের উন্নতিতে কাজ করতে পারব। আমাদের লক্ষ্য থাকবে ঘরোয়া ও বয়সভিত্তিক ক্রিকেটে নজর দেওয়া। সেখান থেকে প্রতিভাবানদের তুলে আনা।’
প্রধান নির্বাচক হিসেবে ওয়াহাবের দায়িত্ব শুরু হবে আসন্ন অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সফরে পাকিস্তান দল নির্বাচনের মধ্য দিয়ে। ডিসেম্বরে অসিদের বিপক্ষে তিনটি টেস্ট এবং জানুয়ারিতে কিউইদের বিপক্ষে পাঁচটি টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান।