বিশ্বকাপ ফাইনাল রোববার, আম্পায়ারিংয়ে থাকছেন যারা
দেখতে দেখতে শেষের পথে ক্রিকেট বিশ্বকাপ। বাকি মাত্র একটি ম্যাচ। আহমেদাবাদের নরেন্দ্র মোটি স্টেডিয়ামে আগামী ১৯ নভেম্বর মুখোমুখি হবে দুই বারের অপরাজিত চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ও এবারের এখন পর্যন্ত অপরাজিত স্বাগতিক ভারত। গুরুত্বপূর্ণ এই ম্যাচে আম্পায়ার নিয়ে চলছিল জল্পনা-কল্পনা। আজ শুক্রবার (১৭ নভেম্বর) আইসিসির ঘোষণায় তার অবসান হলো।
ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি জানিয়েছে, ফাইনালে মাঠে আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন রিচার্ড কেলেটবরো ও রিচার্ড ইলিংওয়ার্থ। দুই ইংলিশ আম্পায়ারের মধ্যে ইলিংওয়ার্থ এবারই প্রথম বিশ্বকাপের ফাইনাল পরিচালনা করবেন। কেটেলবরো এর আগে ২০১৫ বিশ্বকাপের ফাইনাল পরিচালনা করেছিলেন।
প্রথম সেমিফাইনালে ভারত ও নিউজিল্যান্ড ম্যাচে রড টাকারের সঙ্গে মাঠে আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন ইলিংওয়ার্থ। দ্বিতীয় সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া ম্যাচে নীতিন মেননের সঙ্গে মাঠে আম্পায়ার হিসেবে ছিলেন কেলেটবরো।
ফাইনালে থার্ড আম্পায়ারের দায়িত্ব পালন করবেন ওয়েস্ট ইন্ডিজের জোয়েল উইলসন। চতুর্থ আম্পায়ার হিসেবে থাকছেন নিউজিল্যান্ডের ক্রিস গ্যাফানি। আর ম্যাচ রেফারি হিসেবে ফাইনালে থাকছেন জিম্বাবুয়ের অ্যান্ডি পাইক্রফট।