নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের নেতৃত্বে শান্ত
বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলেছিল বাংলাদেশ। ঘরের মাঠে সেই সিরিজে ২-০ ব্যবধানে হারে তারা। বিশ্বকাপ শেষে অনুষ্ঠিত হবে সিরিজের টেস্ট পর্ব। আগামী ২৮ নভেম্বর থেকে শুরু হবে দুই টেস্টের সিরিজ। এ সিরিজে স্বাগতিক বাংলাদেশকে নেতৃত্ব দেবেন নাজমুল হোসেন শান্ত। কিউইদের বিপক্ষে ওয়ানডে সিরিজেও দলের নেতৃত্বে ছিলেন তিনি। আজ শনিবার (১৮ নভেম্বর) গণমাধ্যমের মুখোমুখি হয়ে বিষয়টি জানান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।
জালাল ইউনুস বলেন, ’সাকিবের চোট নিয়ে এখনও কিছু বলা যাচ্ছে না। সাকিবের পরিবর্তে টেস্ট সিরিজে বাংলাদেশ দলের অধিনায়কত্ব পালন করবে শান্ত। আমরা আজই সিরিজের দল ঘোষণা করে দেব।’
এ দিকে, বিশ্বকাপ চলাকালীন দুইবার দেশে এসেছিলেন ওপেনার লিটন দাস। তা নিয়ে বেশ সমালোচনা হয়েছিল। সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে লিটন দেশে এসেছিলেন। গত ১৬ নভেম্বর কন্যা সন্তানের পিতা হয়েছেন লিটন। পরিবারের পাশে থাকতে বিসিবির কাছ থেকে এক মাসের ছুটি নিয়েছেন তিনি। থাকছেন না নিউজিল্যান্ড সিরিজে।
কিউইদের বিপক্ষে দুই টেস্ট সিরিজের প্রথম ম্যাচ শুরু হবে আগামী ২৮ নভেম্বর। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি। দ্বিতীয় টেস্ট মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে, শুরু হবে ৬ ডিসেম্বর থেকে। দুটি টেস্টই শুরু হবে বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টা থেকে।