বড় ম্যাচে অস্ট্রেলিয়াকে ছোট লক্ষ্য দিল ভারত
পুরো আসরে দুর্দান্ত খেলে আসা ভারত, ফাইনালে ব্যাট হাতে চূড়ান্ত ব্যর্থ। তারকায় ঠাসা ভারতের ব্যাটিংকে রীতিমতো গুঁড়িয়ে দিয়েছে অস্ট্রেলিয়ার বোলাররা। আজ রোববার (১৯ নভেম্বর) বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি হয়েছে ভারত-অস্ট্রেলিয়া।
আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টসে জিতে বোলিং বেছে নেন অসি অধিনায়ক প্যাট কামিন্স। আসরজুড়ে রানের ফোয়ারা ছোটানো ভারতকে থামিয়ে দেয় ২৪০ রানে। ৫০ ওভার শেষে সবকটি উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ভারতীয় ব্যাটাররা জমা করেন ২৪০ রান। বিশ্বকাপ নিজেদের করে নিতে অসিদের প্রয়োজন ২৪১ রান।
উত্তেজনায় ঠাসা ফাইনালের শুরুটা ভারত দেখেশুনেই করে। মিচেল স্টার্কের প্রথম ওভার থেকে তোলে তিন রান। তবে, দ্বিতীয় ওভারে রোহিত শর্মা চড়াও হন অসি পেসারদের ওপর। এক দিকে রোহিত ক্রমাগত শট খেলে গেলেও এ দিন খালি হাতে ফেরেন আরেক ওপেনার শুভমান গিল। ইনিংসের পঞ্চম ওভারে স্টার্কের বলে মিড অনে ক্যাচ দিয়ে আউট হন গিল। সাত বলে চার রান করে অ্যাডাম জাম্পার তালুবন্দি হন। রোহিতকে আউট করে অস্ট্রেলিয়াকে দ্বিতীয় উইকেট এনে দেন গ্লেন ম্যাক্সওয়েল। মিড অফে ট্রাভিস হেডের দুর্দান্ত এক ক্যাচে পরিণত হন রোহিত। ৩১ বলে চারটি চার ও তিনটি ছক্কায় ৪৭ রান করেন রোহিত।
রোহিতের পর দ্রুতই সাজঘরে ফেরেন শ্রেয়াস আইয়ার। তিন বলে দুই রান করে প্যাট কামিন্সের বলে জস ইংলিশের ক্যাচে পরিণত হন শ্রেয়াস। ৮১ রান তুলতেই ভারত হারায় তিন উইকেট। তিন উইকেট হারিয়ে বেশ সতর্ক হয় দলটি। পরের ১০ ওভারে তোলে মাত্র ৩৫ রান। বিরাট কোহলি ও লোকেশ রাহুল মিলে ৬৭ রানের জুটি গড়ে শুরুর ধাক্কা সামাল দেন। ইনিংসের ২৯তম ওভারের তৃতীয় বলে কামিন্সের কাছে পরাস্ত হন কোহলি। শর্ট ডেলিভারি ডিফেন্স করতে চেয়েছিলেন তিনি। কিন্তু, বলের ফ্লাইট মিস করে সেটি ব্যাট ছুঁয়ে স্ট্যাম্পে আঘাত করে। ভারত হারায় চতুর্থ উইকেট। আউট হওয়ার আগে ৬৩ বলে চার বাউন্ডারিতে ৫৪ রান করেন কোহলি।
ইনিংসের ৩৬তম ওভারে পঞ্চম উইকেট হারায় ভারত। জস হ্যাজেলউডের অফ স্ট্যাম্পের বাইরে করা বলে খোঁচা দিতে গিয়ে উইকেটের পেছনে জস ইংলিশের হাতে ধরা পড়েন জাদেজা। এর আগে ২২ বলে ৯ রান করেন তিনি। ভারতের পক্ষে একা লড়াই করেন রাহুল। ধীরলয়ে অর্ধশতক পূর্ণ করে একপ্রান্ত আগলে রাখেন অনেকটা সময়। অসি বোলারদের বোলিংয়ে খাবি খাওয়া ভারতের পক্ষে ১০৭ বলে মাত্র একটি বাউন্ডারিতে ৬৬ রান করেন রাহুল। স্টার্কের বলে উইকেটের পেছনে ইংলিশের ক্যাচে পরিণত হয়ে সাজঘরে ফেরেন এ ব্যাটার। অস্ট্রেলিয়ান বোলারদের সামনে অসহায় আত্মসমর্পন করেন ভারতের ব্যাটাররা। গুটিয়ে যায় মাত্র ২৪০ রানে।
অসিদের পক্ষে তিন উইকেট শিকার করেন স্টার্ক। দুটি করে উইকেট পান কামিন্স ও হ্যাজেলউড।
সংক্ষিপ্ত স্কোর
ভারত : ৫০ ওভারে ২৪০/১০। (রোহিত ৪৭, গিল ৪, কোহলি ৫৪, শ্রেয়াস ৪, রাহুল ৬৬, জাদেজা ৯, যাদব ১৮, শামি ৬, বুমরাহ ১, কুলদীপ ১০, সিরাজ ৯*; স্টার্ক ১০-০-৫৫-৩, হ্যাজেলউড ১০-০-৬০-২, ম্যাক্সওয়েল ৬-০-৩৫-১, কামিন্স ১০-০৩৪-২, জাম্পা ১০-০-৪৪-১, মার্শ ২-০-৫-০, হেড ২-০-৪-০)