বিশ্বকাপ জিতে যা বললেন অসি অধিনায়ক
বিশ্বকাপের ফাইনালের শুরুতে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামের এক লাখ ৩২ হাজার ভারতীয় সমর্থকদের উচ্ছ্বাস ছিল দেখার মতো। পরে তা হয়ে যায় নিরব ও কান্নাভেজা। আর সেই নিরবতা উপভোগ করেন এবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। এই আসরের অপরাজিত ভারতকে ছয় উইকেটে হারিয়ে শিরোপা জিতে এমন অনুভূতিই জানালেন অসি অধিনায়ক প্যাট কামিন্স।
এবারের বিশ্বকাপের প্রথম দুই ম্যাচ হারলেও পরে টানা জয়ে ফাইনালে ওঠে অসিরা। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে কামিন্স বলেছিলেন, ফাইনালের প্রতিটি মুহূর্ত গুরুত্বপূর্ণ। মাঠে ভারত দর্শকদের একতরফা সমর্থন পাবে। যদিও আমরা চাপ সামলে খেলতে জানি। ভারতের মাটিতে ভারতের প্রায় দেড় লাখ দর্শককে চুপ করিয়ে দেওয়ার তৃপ্তি হবে অন্যরকম। আমরা সেটি করে দেখাব।
মাঠের খেলায় সেই প্রতিশ্রুতির প্রতিফলন ঘটিয়েছে অস্ট্রেলিয়া। বিশ্বকাপ জিতে আক্ষরিক অর্থেই থামিয়েছে গোটা ভারতকে। বিশেষ করে, স্টেডিয়ামের এক লাখ ৩২ হাজার দর্শককে কেবল চুপই করায়নি, বরং কাঁদিয়েছে না পাওয়ার বেদনায়। ম্যাচ শেষে বিশ্বকাপ ট্রফি নিয়ে হাসিমুখে সংবাদ সম্মেলনে আসা কামিন্স আবার সেই নিরবতার কথা মনে করিয়ে দেন।
অসি অধিনায়ক বলেছেন, ভারতীয়দের নিরবতা আমাদের জন্য ছিল তৃপ্তিদায়ক। তিনি বলেন, ‘আমরা করে দেখিয়েছি। এটিই অস্ট্রেলিয়ার সেরা বিশ্বকাপ। আন্তর্জাতিক ক্রিকেটে শ্রেষ্ঠত্বের চূড়ায় ওঠা বিশাল অর্জন।’