নিলামে মেসির বিশ্বকাপজয়ী ছয় জার্সি
কাতার বিশ্বকাপ জিতে সর্বকালের সেরাদের ছোট তালিকায় প্রবেশ করেছেন লিওনেল মেসি। ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে চলা সমকালের সেরার তর্কটাও থামিয়েছেন। জাতীয় দলের পাশাপাশি ক্লাব ফুটবলেও পার করছেন দারুণ সময়। সম্প্রতি জিতেছেন ব্যালন ডি’অর। এবার বিশ্বকাপজয়ী মেসির ছয়টি জার্সি নিলামে তোলা হবে। নিলামকারী প্রতিষ্ঠান সোথবি এমনটিই জানিয়েছে বার্তা সংস্থা এএফপিকে।
এএফপিতে প্রকাশিত প্রতিবেদনে জানা যায়, ডিসেম্বরে নিলামে তোলা হবে কাতার বিশ্বকাপে খেলা মেসির ছয়টি জার্সি। এখনও নিলামের তারিখ চূড়ান্ত হয়নি। ফাইনালে ফ্রান্সের বিপক্ষে মেসির পরা জার্সিসহ সৌদি আরব, মেক্সিকো, অস্ট্রেলিয়া, নেদারল্যান্ড ও ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচের জার্সি নিলামে তোলা হবে। জার্সিগুলোর প্রাথমিক মূল্য ধরা হয়েছে ১০ মিলিয়ন মার্কিন ডলার।
এএফপিকে সোথবি জানিয়েছে, ‘মেসির জার্সির মূল্য ধরা হয়েছে ১০ মিলিয়ন মার্কিন ডলার। আশা করছি নিলামে এরচেয়ে বেশি মূল্যে বিক্রি হবে জার্সিগুলো। মেসির জার্সি সংগ্রহে রাখাটা ফুটবলপ্রেমিদের জন্য বিশেষ কিছু।’
মেসির জার্সি যদি ১০.১ মিলিয়ন মার্কিন ডলারের বেশি মূল্যে বিক্রি হয়, তাহলে এটিই হবে কোনো নির্দিষ্ট ক্রীড়াবিদের সবচেয়ে বেশি দামে বিক্রি হওয়া জার্সি। যে রেকর্ডটা বাস্কেটবল কিংবদন্তি মাইকেল জর্ডানের দখলে। ১৯৯৮ সালে এনবিএ ফাইনালে শিকাগো বুলসের হয়ে খেলেছিলেন জর্ডান। সে ম্যাচে তার পরিহিত জার্সিটি গত বছর বিক্রি হয়েছিল ১০.১ মিলিয়ন মার্কিন ডলারে।