টি-টোয়েন্টিতে ভারতের নতুন অধিনায়ক
ওয়ানডে বিশ্বকাপ শেষে আবারও ব্যস্ত হচ্ছে ভারতীয় ক্রিকেট দল। আগামী ২৩ নভেম্বর থেকে শুরু হবে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ঘরের মাঠে অনুষ্ঠেয় সিরিজে বিশ্বকাপ স্কোয়াডের প্রায় সবাইকেই বিশ্রাম দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। সূর্যকুমার যাদব ও ইশান কিশান ছাড়া নেই বিশ্বকাপ দলের কেউই। সিরিজে অধিনায়ক করা হয়েছে সূর্যকুমার যাদবকে। নিজেদের ওয়েবসাইটে বিবৃতি দিয়ে বিষিয়টি নিশ্চিত করেছে বিসিসিআই।
বিশ্বকাপে ভালো কিছু করতে না পারলেও টি-টোয়েন্টিতে যথেষ্ট সুনাম রয়েছে যাদবের। হার্ডহিটার এই ব্যাটার আইপিএলেও ছিলেন দারুণ ছন্দে। অসিদের বিপক্ষে সিরিজে তাকে অধিনায়কের দায়িত্ব দিয়েছে বিসিসিআই।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত ৫৩ ম্যাচ খেলেছেন যাদব। ৫৩ ম্যাচের ৫০ ইনিংসে যাদবের সংগ্রহ এক হাজার ৮৪১ রান। গড় ও স্ট্রাইক রেট দুটিই ঈর্ষণীয়। টি-টোয়েন্টির জন্য আদর্শ এই ব্যাটারের গড় ৪৬.০২, স্ট্রাইক রেট ১৭২.৭০। তিনটি সেঞ্চুরিরর পাশাপাশি হাফসেঞ্চুরি করেছেন ১৫টি।
টি-টোয়েন্টি ক্রিকেটে কৌশলের চেয়ে পেশির জোর বেশি প্রয়োজন। সেদিক দিয়ে সূর্যকুমার সমসাময়িক ব্যাটারদের মধ্যে বেশ এগিয়ে। চারদিকে শট খেলার দক্ষতা আছে ৩৩ বছর বয়সী এই তারকার।
অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ আগামী ২৩ নভেম্বর। পরের চারটি ম্যাচ যথাক্রমে ২৬ ও ২৮ নভেম্বর এবং ১ ও ৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।