শর্তে মেনে আন্তর্জাতিক ক্রিকেট খেলতে পারবে শ্রীলঙ্কা : আইসিসি
গত ১০ নভেম্বর শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের (এসএলসি) সদস্যপদ স্থগিত করে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক আইসিসি। কারণ হিসেবে দেশটির ক্রিকেট বোর্ডে দুর্নীতির অভিযোগ এবং এতে রাজনৈতিক ব্যক্তিবর্গের হস্তক্ষেপের কথা জানানো হয়। বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে বলা হয়, শ্রীলঙ্কা ক্রিকেট সদস্য হিসেবে গুরুত্বপূর্ণ বিধিনিষেধ লঙ্ঘন করেছে। সেই শ্রীলঙ্কা শর্ত মেনে আন্তর্জাতিক ক্রিকেট খেলতে পারবে বলে জানিয়েছে আইসিসি।
আজ মঙ্গলবার (২১ নভেম্বর) আইসিসির বোর্ড সভা অনুষ্ঠিত হয়। সেখানে এসএলসির স্থগিতাদেশ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে আইসিসি নিজেদের ওরেয়বসাইটে আনুষ্ঠানিক বিবৃতিতে বলা হয়, স্থগিতাদেশ বহাল থাকলেও সব ধরণের দ্বিপাক্ষিক সিরিজ ও আইসিসি ইভেন্টে অংশ নিতে পারবে শ্রীলঙ্কা ক্রিকেট দল।
তবে, এসএলসিকে সরাসরি তত্ত্বাবধান করবে আইসিসি। কমানো হবে তাদের দেওয়া বার্ষিক অনুদানের পরিমাণও। এ ছাড়া ২০২৪ সালের জানুয়ারিতে বসবে আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আসর। শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সেটি সরিয়ে নেওয়া হয়েছে দক্ষিণ আফ্রিকায়। আগামী বছর জানুয়ারি থেকে ফেব্রুয়ারির মাঝামাঝি পর্যন্ত অনুষ্ঠিত হবে যুব বিশ্বকাপের ১৫তম আসর। আসরের সূচি এখনও চূড়ান্ত করেনি আইসিসি।
শ্রীলঙ্কা ক্রিকেট দলের স্থগিতাদেশ কবে নাগাদ তুলে নেওয়া হবে, সে বিষয়ে আইসিসির বিবৃতিতে কিছু বলা হয়নি।