চিরপ্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়াকে ইংলিশ তারকা স্টোকসের বার্তা
ক্রিকেটে অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের বৈরিতা সবচেয়ে পুরোনো। দুদলের ক্রিকেটাররা প্রকাশ্যেই একে অপরের সমালোচনা করেন। মুখোমুখি লড়াইয়ে তো মাঠে নামার আগে জমে উঠে কথার লড়াই। সেই অস্ট্রেলিয়াকে এবার প্রশংসায় ভাসালেন ইংলিশ তারকা বেন স্টোকস।
বৈরিতা দূরে রেখে শ্রেষ্ঠত্বের মর্যাদা দিলেন। বিশ্বকাপ জয়ের দুদিন পর প্যাট কামিন্সের দলকে নিয়ে টুইট করেন তিনি। নিজের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে স্টোকস লেখেন, ‘প্যাট কামিন্স ও তার দল অস্ট্রেলিয়াকে বিশ্বকাপের জয়ের শুভেচ্ছা। আট সপ্তাহের কঠিন লড়াই শেষে বিশ্বকাপ ট্রপি উঁচিয়ে ধরার মতো আনন্দ কিছুতেই নেই।’
ইংল্যান্ড বিশ্বকাপ জিতেছিল ২০১৯ সালে। সেই দলের অন্যতম সেরা তারকা ছিলেন স্টোকস। ইংলিশদের প্রথম বিশ্বকাপ শিরোপা জয়ে সবচেয়ে বড় ভূমিকা ছিল স্টোকসের। স্টোকস তাই জানেন বিশ্বকাপ জয়ের পর আসা হাসির মর্ম। অসিরা শিরোপা জয়ের পর ট্রফি হাতে কামিন্সের একটি ছবি দেখা যায়, যাতে দাঁত বের করে হাসছেন তিনি।
সেই হাসিকে দৃঢ় হাসি উল্লেখ করে স্টোকস টুইটে লেখেন, ‘এমন চারিত্রিক দৃঢ়তা সম্পন্ন হাসি দিতে আমার অনেক সময় লেগেছিল। এই হাসির মর্মার্থ আমি বুঝি।’