বিবিএলে থাকছেন না রশিদ খান
আইপিএলের পর ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় টুর্নামেন্ট বিগ ব্যাশ লিগ (বিবিএল)। অস্ট্রেলিয়ার ঘরোয়া এই আসরে অ্যাডিলেড স্ট্রাইকার্সের হয়ে খেলেন আফগানিস্তান তারকা রশিদ খান। তবে, আগামী মৌসুমে দলটির হয়ে খেলবেন না তিনি। কারণ হিসেবে জানিয়েছেন, পিঠের চোট। রশিদের পর এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে অ্যাডিলেড স্ট্রাইকার্সও।
পিঠের চোটে অনেকদিন থেকেই ভুগছেন রশিদ। কিছুদিনের মধ্যে করাবেন অস্ত্রোপচার। এদিকে, বিবিএলের ১৩তম মৌসুম শুরু হবে আগামী ৭ ডিসেম্বর থেকে। ফলে, আগেই নাম প্রত্যাহার করে নিয়েছেন আফগান স্পিনার রশিদ। গত সাত মৌসুম ধরে অ্যাডিলেট স্ট্রাইকার্সের হয়ে খেলছেন তিনি। এ সময়ে ৬৯ ম্যাচ খেলে নিয়েছেন ৯৮ উইকেট।
অ্যাডিলেড তাদের ওয়েবসাইটে দেওয়া বিবৃতিতে জানিয়েছে, পিঠের অস্ত্রোপচারের কারণে দল থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন রশিদ। বিবৃবিতে আরও বলা হয়, ‘আমাদের জন্য এটি অনেক বড় ক্ষতি। তিনি আমাদের অনেক বড় তারকা। ভক্তরাও তাকে খুব পছন্দ করে। আমরা সবসময় তার পাশে আছি। তার চিকিৎসায় সবরকম সহায়তাই করব আমরা।’
আগামী ৭ ডিসেম্বর থেকে শুরু হওয়া বিবিএলে অংশ নেবে আটটি দল। আসর শেষ হবে ২০২৪ সালের ২৪ জানুয়ারি।