মাহমুদউল্লাহ-তাসকিনকে দীর্ঘ পুনর্বাসনে পাঠাবে বিসিবি
বিশ্বকাপে বাংলাদেশ দলের পারফরম্যান্স খারাপ থাকলেও মাহমুদউল্লাহ ছিলেন উজ্জ্বল। ব্যাট হাতে বাংলাদেশের হয়ে আসরে সবচেয়ে বেশি রান করেছিলেন তিনি। অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের শেষ ম্যাচে ফিল্ডিং করতে গিয়ে কাঁধে চোট পান মাহমুদউল্লাহ। এ ছাড়া, আগে থেকেই কাঁধের চোটে ভুগছিলেন পেসার তাসকিন আহমেদ। আজ বৃহস্পতিবার (২৩ নভেম্বর) বাংলাদেশ ক্রিকেট বোর্ডে ( বিসিবি) এসেছিলেন দুজনই।
বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরীর কাছে চেকআপ করাতে আসেন তারা। চেকআপ শেষে গণমাধ্যমের মুখোমুখি হন দেবাশীষ। মাহমুদউল্লাহ-তাসকিনের সর্বশেষ অবস্থা সম্পর্কে তিনি জানান, ‘এই দুজনকে লম্বা সময়ের জন্য পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।’
দেবাশীষ চৌধুরী বলেন, ‘তাসকিনের কাঁধের ব্যথাটা ফিরে আসছে বারবার। ও বোলিং করতে পারছে। কিন্তু, ওর ক্যারিয়ার বিবেচনায় আপাতত চার সপ্তাহ বোলিং করানো থেকে বিরত রাখা হবে। বিসিবির অধীনে রিহ্যাবে রাখা হবে তাকে। যাতে পুরোপুরি সুস্থ হয়ে খেলায় ফিরতে পারে, সেজন্য আমাদের সার্বিক তত্ত্বাবধানে রাখব। এরপর যদি সময় লাগে আরও, আমরা সেটি নেব। তবুও, যেন সে পুরোপুরি সুস্থ হয়ে খেলায় ফিরতে পারে।’
মাহমুদউল্লাহর ব্যাপারে বিসিবির চিকিৎসক বলেন, ‘বিশ্বকোপের শেষ খেলায় কাঁধে আঘাত পায় মাহমুদউল্লাহ। তার চোট বিবেচনায় তাকেও আমরা লম্বা সময়ের জন্য পুনর্বাসনে রাখব।’
এ দিন পেসার ইবাদত হোসেনের চোট নিয়েও কথা বলেন বিসিবির এই চিকিৎসক। হাঁটুর চোটের কারণে অস্ত্রোপচার করিয়েছিলেন ইবাদত। অস্ত্রোপচারের পর দুই মাস পার হয়েছে। এ ব্যাপারে দেবাশীষ চৌধুরী জানান, ইবাদত আগামী সপ্তাহে ইংল্যান্ড যাবে ওর বর্তমান অবস্থা সম্পর্কে জানতে। ৩০ তারিখ ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে।