আইপিএল থেকে সরে দাঁড়ালেন স্টোকস
ইংল্যান্ডের তারকা অলরাউন্ডার বেন স্টোকস আগামী আইপিএল থেকে নিজের নাম প্রত্যাহার করেছেন। আইপিএল ২০২৪ এ খেলবেন না তিনি। গত মৌসুমে চেন্নাই সুপার কিংসের (সিএসকে) হয়ে খেলেছিলেন স্টোকস। স্টোকসের না থাকার বিষয়টি নিশ্চিত করেছে সিএসকে। নিজেদের ওয়েবসাইটে এ বিষয়ে বিবৃতি দিয়েছে দলটি।
দীর্ঘদিন ধরে হাঁটুর চোটে ভুগছেন স্টোকস। কিছুদিন পর অস্ত্রোপচার করাবেন তিনি। সামনেই আবার ক্রিকেটের লম্বা সূচি। তাই ইংল্যান্ডের এই টেস্ট অধিনায়ক চাচ্ছেন, খেলা থেকে সম্পূর্ণ দূরে থেকে নিজেকে পুরোপুরি সুস্থ ও ফিট করে তুলতে। ২০২৪ এর ২৫ জানুয়ারি থেকে ভারতের বিপক্ষে ইংলিশদের পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ শুরু হবে। এর আগে নিজেকে সুস্থ করে তুলতে চান স্টোকস।
সিএসকের ইতিহাসে সবচেয়ে দামি ক্রিকেটার স্টোকস। গত মৌসুমে তাকে ১৬ কোটি ২৫ লাখ রুপিতে দলে ভিড়িয়েছিল তারা। স্টোকস না খেললেও সিএসকে তাকে ছাড়বে কি না, সে বিষয়ে কিছু জানায়নি।
আগামী আইপিএলের আগে ২৬ নভেম্বর থেকে শুরু হবে দলগুলোর পুরোনো খেলোয়াড় ধরে রাখা ও ছেড়ে দেওয়ার প্রক্রিয়া। সেদিনই বোঝা যাবে, স্টোকসের ভবিষ্যৎ। তবে, সিএসকে কোচ স্টিফেন ফ্লেমিং আশা করছেন, দ্রুতই সেরে উঠবেন স্টোকস এবং আগামী মৌসুমে আইপিএলে খেলবেন তিনি।