মেসির স্ত্রীর সুপারশপের ডলার ছিনতাই করল দুর্বৃত্তরা
লিওনেল মেসি ও তার স্ত্রী অ্যান্তোলিনা রোকুজ্জো এখন ফ্লোরিডার বাসিন্দা। কিন্তু, তাদের শহর আর্জেন্টিনার রোজারিওতে রয়েছে রোকুজ্জোদের পারিবারিক ব্যবসা। রোকুজ্জোর মালিকানাধীন সুপারশপটি পরিচালনা করে তার পরিবার। সেই সুপারশপের কাছে গতকাল শুক্রবার (২৪ নভেম্বর) হামলার শিকার হন রোকুজ্জোর কাজিন ও সুপারশপের ম্যানেজার। তাদের গাড়ি থেকে প্রায় সাড়ে ২২ হাজার মার্কিন ডলার ছিনতাই করে একদল দুর্বৃত্ত।
স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কার প্রতিবেদনে জানা যায়, সুপারশপের জন্য ডলার তুলে ব্যাংক থেকে বের হন রোকুজ্জোর কাজিন, শপের ম্যানেজার ও আরেকজন কর্মী। পথে তাদের গাড়ি আটকায় অস্ত্রধারী দুর্বৃত্তরা। তারা গাড়ি থেকে নেমে রোকুজ্জোর শপের গাড়িতে গুলি ছোঁড়ে এবং জানালার কাঁচ ভাঙে। পরবর্তীতে টাকাভর্তি দুটি ব্যাগ নিয়ে চলে যায়।
সুপার শপের ম্যানেজার আর্জেন্টাইন বিভিন্ন গণমাধ্যমকে বলেন, ‘আমরা ব্যাংক থেকে বের হয়ে শপের দিকে যাচ্ছিলাম। খেয়াল করি একটি গাড়ি ফলো করছে আমাদের। এক পর্যায়ে আমি গাড়ির গতি বাড়িয়ে দেই। কিন্তু, তারা আমাদের ধরে ফেলে এবং সামনে পথ আটকায়। দুটো ব্যাগে আমাদের প্রায় সাড়ে ২২ হাজার মার্কিন ডলার ছিল। পুরোটাই তারা ছিনতাই করে নেয়।’
এর আগে চলতি বছরের মার্চে রোকুজ্জোর সুপারশপে হামলা চালিয়েছিল দুর্বৃত্তরা। সেবার মেসিকে বিভিন্ন রকম হুমকিও দিয়েছিল তারা।