মাঠে না পারলেও কথায় জিতেছে বাংলাদেশ : আকরাম খান
বিশ্বকাপ ব্যর্থতার পর বাংলাদেশ দলকে নিয়ে জল কম ঘোলা হয়নি। ব্যর্থতার পেছনে অধিনায়ক সাকিব আল হাসান ও কোচ চন্ডিকা হাথুরুসিংহেকে দায়ী করেছেন অনেকে। আসর শুরু আগে তামিম ইকবাল ইস্যু, সাকিবের সাক্ষাৎকার কিংবা অতিমাত্রায় এক্সপেরিমেন্টকে ভরাভুবির কারণ বলেছেন অনেকেই।
এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও সাবেক অধিনায়ক আকরাম খানও বলেছেন প্রায় অভিন্ন কথা। গণমাধ্যমের মুখোমুখি হয়ে আকরাম আজ শনিবার (২৫ নভেম্বর) বিশ্বকাপে দলের ব্যর্থতা নিয়ে কথা বলেন। জানান, নিজের হতাশার কথাও।
বিসিবির এই পরিচালক বলেন, ‘আমার মনে হয় না বাংলাদেশ এর আগে এত বাজে খেলেছে। এর আগে ১৯৯৯ বিশ্বকাপেও আমরা দুটি ম্যচ জিতেছিলাম। এবার প্রত্যাশা অনেক বেশি ছিল। চার বছর ধরে ওভাবেই প্রস্তুতি নিচ্ছিলাম। যেহেতু ভারতে খেলা, পরিবেশও আমাদের চেনা। সত্যি কথা বলতে একটা দলে এত বেশি এক্সপেরিমেন্ট ও মাঠের বাইরে অন্য বিষয় নিয়ে বেশি কথাবার্তা হলে কোনও দলই ভালো করতে পারে না।’
বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক এই অধিনায়ক আরও বলেন, ‘সত্যি কথা বলতে কী, অনেকে কথায় জিততে চায়। এজন্যই তো দেশের পারফরম্যান্স এত ভালো হয় না। খেলোয়াড়দের উচিত মাঠে গিয়ে পারফর্ম করা। সে কাজটা আমরা করতে পারিনি। মাঠের বাইরে আমরা অনেক বিষয় নিয়ে কথা বলেছি। এটা খেলোয়াড়দের বোঝা উচিত ছিল। কারণ, দেশটা কারও একার না, সবার। বাংলাদেশ ভালো করলে সবার ভালো লাগবে। নিজেরা নিজেদের মতো যদি করতে চায়, তাহলে তো হবে না। এটা হওয়া উচিতও না।’