পিএসএলের ড্রাফটে সবচেয়ে দামি ক্যাটাগরিতে সাকিব
নির্বাচনি হাওয়ার মধ্যেই সুখবর পেলেন সাকিব আল হাসান। পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ড্রাফটে সবচেয়ে দামি খেলোয়াড়ের ক্যাটাগরিতে একমাত্র বাংলাদেশি হিসেবে জায়গা পেলেন সাকিব। নিজেদের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে শনিবার (২৫ নভেম্বর) রাতে পোস্ট করে বিষয়টি নিশ্চিত করেছে পিএসএল কর্তৃপক্ষ।
পিএসএলের নবম আসরের সম্ভাব্য নিলাম আগামী ১৪ ডিসেম্বর। এর আগে ছয়টি ক্যাটাগরিতে মোট ৪৯৩ জন বিদেশি ক্রিকেটারকে ড্রাফটে রাখা হয়েছে। এর মধ্যে সবচেয়ে দামি প্লাটিনাম বিভাগে রাখা হয়েছে সাকিবকে। তাকে কিনতে হলে পিএসএলের দলগুলোকে গুণতে হবে কমপক্ষে এক লাখ ৩০ হাজার মার্কিন ডলার।
প্লাটিনামের পর দ্বিতীয় হচ্ছে ডায়মন্ড ক্যাটাগরি। সেখানে রাখা হয়েছে পাঁচ বাংলাদেশি ক্রিকেটারকে। তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, তাসকিন আহমেদ ও মেহেদী হাসান মিরাজ। তাদের প্রাথমিক মূল্য ধরা হয়েছে ৬০ হাজার মার্কিন ডলার।
অন্য চারটি ক্যাটাগরি হলো— গোল্ড, সিলভার, ইমার্জিং ও সাপ্লিমেন্টারি। এই চার ক্যাটাগরিতে বাংলাদেশি আরও ২২ জন ক্রিকেটারকে রাখা হয়েছে। যদিও, তাদের নাম প্রকাশ করা হয়নি। মোট ২৮ জন বাংলাদেশি আছেন পিএসএলের ড্রাফটে।
পিএসএলের নবম আসর অনুষ্ঠিত হবে ২০২৪ সালের ১৩ ফেব্রুয়ারি থেকে ৩ মার্চ পর্যন্ত।