বিপিএলে ফিরছেন তামিম, আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়ে ধোঁয়াশা
লম্বা সময় ক্রিকেটের বাইরে তামিম ইকবাল। প্রথমে চোট, এরপর অবসর, ফিরে এসে অধিনায়কত্ব ছাড়া, বিশ্বকাপ দলে সুযোগ না পাওয়া; বছরজুড়েই আলোচনায় দেশসেরা ওপেনার। বিশ্বকাপে বাংলাদেশের ভরাডুবির পর আবারও আলোচনায় আসেন তামিম। তার ভবিষ্যৎ কী হবে, আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন কিনা, এসব নিয়ে জমেছে কৌতূহলের পাহাড়। এসব প্রশ্নের উত্তর জানার অপেক্ষায় ছিল সবাই। বিশেষত, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে আজ সোমবার (২৭ নভেম্বর) একান্ত বৈঠক করেন তামিম।
বৈঠক শেষে বিসিবি সভাপতি গণমাধ্যমের সঙ্গে কথা বললেও তামিম তখন চলে আসেন। বিকেল পাঁচটায় নিজের বাসায় সংবাদ সম্মেলন ডাকেন তিনি। সেখানেই জানান, আগামী বিপিএল দিয়ে ক্রিকেটে ফিরছেন তিনি। তবে, আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়ে এখনই নিশ্চিত করে কিছু বলতে পারছেন না।
নিজ বাসায় সংবাদ সম্মেলনে তামিম বলেন, ‘আমি বিপিএল দিয়ে ক্রিকেটে ফিরব। তারপর দেখা যাবে, কী হয় ভবিষ্যতে। তবে, আমি কখনোই আমার নিজের বিষয়ে ইচ্ছাকৃত ভাবে জিনিসটাকে দীর্ঘায়িত করব না। প্রথমে এক মাস সময় নিলাম, পরে আরও এক মাস, এমন করব না। যা সিদ্ধান্ত নেওয়ার সেটা বিপিএলের পর। বোর্ড সভাপতির সিদ্ধান্তের ওপর নির্ভর করছে অনেক কিছু। তিনি কঠোরও হতে পারেন। এ ব্যাপারে পূর্ণ শ্রদ্ধা আছে আমার।’
আজ দুপুরে বিসিবি সভাপতির সঙ্গে বৈঠক প্রসঙ্গে দেশসেরা ওপেনার বলেন, ‘আমি আমার ক্যারিয়ার নিয়ে একটা সিদ্ধান্ত নিয়েছিলাম। সেটি নিয়ে আমি বোর্ড সভাপতির সঙ্গে কথা বলেছি। আমার সঙ্গে কী হয়েছে, কেন হয়েছে, এসব। ওনারও বেশ কিছু কথা বলার ছিল। উনি বলেছেন। উনাকে জানিয়েছি আমি কী করতে চাই, আমার কী করা উচিত। উনি বলেছেন, এখন তো নির্বাচনের ব্যস্ততা। জানুয়ারি পর্যন্ত আমাকে থামতে। এরপর ব্যস্ততা কমলে আবারও বসবেন।’