শততম টি-টোয়েন্টি, শতরান ও রেকর্ডে রাঙানো ম্যাক্সওয়েল
গ্লেন ম্যাক্সওয়েল এখন উড়ছেন। এক পায়ে দাঁড়িয়ে, তালগাছ ছাড়িয়ে— প্রবাদের মতো বিশ্বকাপ থেকেই বোলারদের কচুকাটা করেই চলেছেন তিনি। সর্বশেষ তার শিকার ভারতীয় বোলাররা। ভারতে চলমান ভারত-অস্ট্রেলিয়া পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুটিতে হেরে সিরিজ হারের শঙ্কা জাগে অসিদের। তৃতীয় টি-টোয়েন্টিতেও গতকাল মঙ্গলবার (২৮ নভেম্বর) হারতে বসেছিল দলটি। কিন্তু, ম্যাক্সওয়েল বীরত্বে অসিরা ম্যাচ বের করে নেয়। শততম টি-টোয়েন্টিতে রেকর্ড গড়ে সিরিজে ফেরালেন দলকে।
ভারতের করা ২২২ রানের জবাবে অসিরা ম্যাচ জেতে পাঁচ উইকেটে। শেষ পাঁচ ওভারে ৭৮, দুই ওভারে ৪৩, এক ওভারে ২১। জয়ের জন্য শেষ দিকে এমন সমীকরণই ছিল অস্ট্রেলিয়ার সামনে। আর ভারতের সামনে ছিলেন ম্যাক্সওয়েল। ফ্লিক, আপার কাট, রিভারস সুইপ, কাভার ড্রাইভ— চারিদিকে শটের ফুলঝুড়ি ছুটিয়ে ম্যাক্সওয়েল অপরাজিত থাকেন ৪৮ বলে ১০৪ রানে।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ম্যাক্সওয়েলের এটি শততম ম্যাচ। ইদানিং রেকর্ড গড়াটা নেশায় পরিণত করা ম্যাড ম্যাক্স আবারও গড়লেন রেকর্ড। শততম টি-টোয়েন্টিতে শতরান করা একমাত্র ক্রিকেটার এখন ম্যাক্সওয়েল। এর আগে শততম টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ৮৫ রানের ইনিংস খেলেছিলেন রোহিত শর্মা।
ম্যাক্সওয়েলের ইনিংসটি সাজানো ছিল সমান আটটি করে চার ও ছক্কায়। ২৮ বলে অর্ধশতক ছোঁয়ার পর দলকে জিতিয়েই মাঠ ছাড়েন তিনি। এই ম্যাচ খেলে দেশে ফিরছেন ম্যাক্সওয়েল। সিরিজের শেষ দুটি ম্যাচে খেলবেন না তিনি। তবে, যাওয়ার আগে দলের মনোবল বাড়িয়ে দিয়ে গেছেন। বাকি দুই ম্যাচে যা অসিদের জন্য বাড়তি রসদ জোগান দেবে।