জীবন পাওয়া উইলিয়ামসনের সেঞ্চুরির উচ্ছ্বাস
একবার নয়। সিলেট টেস্টের দ্বিতীয় দিনে কেইন উইলিয়ামসন জীবন পেয়েছেন দু-দুবার। তবে, পাওয়া সুযোগ হেলায় হারাননি উইলিয়ামসন। উইকেট আকড়ে পড়ে থেকে উদ্ধার করলেন নিউজিল্যান্ডকে। সেই সঙ্গে নিজে ভাসলেন সেঞ্চুরির উচ্ছ্বাসে।
বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচ টেস্টের প্রথমটিতে ক্যারিয়ারের ২৯তম সেঞ্চুরি স্পর্শ করেছেন উইলিয়ামসন। আজ বুধবার (২৯ নভেম্বর) দিনের তৃতীয় সেশনে তিন অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করেন কিউই তারকা। শতক ছুঁতে তিনি খেলেছেন ১৮৯ বল। এই নিয়ে টানা চার ম্যাচে শতক ছোঁয়া ইনিংস খেলেছেন নিউজিল্যান্ড তারকা।
অবশ্য সেঞ্চুরির পর নিজের ইনিংসকে আর টেনে নিতে পারেননি উইলিয়ামসন। শতক ছোঁয়ার ৪ রান পরেই তার প্রতিরোধ ভাঙেন তাইজুল ইসলাম। বাংলাদেশি স্পিনারের ভেতরে ঢোকা ডেলিভারিতে বোল্ড হলেন উইলিয়ামসন। ১০৪ রানে থামেন উইলিয়ামসন। ২০৫ বলে তাঁর ইনিংসটি সাজানো ছিল ১১ চারে।
উইলিয়ামসন ফেরার পর ৮৪ ওভারে ২৬৬ রান করে আজকের দিন শেষ করে নিউজিল্যান্ড। এই রান তুলতে তারা হারিয়েছে আট উইকেট। বাংলাদেশ থেকে ৪৪ রানে পিছিয়ে থেকে আগামীকাল বৃহস্পতিবার টেস্টের তৃতীয় দিন শুরু করবে সফরকারীরা।
আজ বাংলাদেশের মধ্যে বল হাতে দারুণ সাফল্য পেয়েছেন তাইজুল ইসলাম। ৮৯ রান খরচায় দলের পক্ষে সর্বোচ্চ ৪টি উইকেট নেন তাইজুল। সমান একটি করে নেন শরিফুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান ও মুমিনুল হক।