দ্রুত দুই উইকেট হারাল বাংলাদেশ
টিম সাউদির ডেলিভারিতে স্ট্রেইট শট খেললেন নাজমুল হোসেন শান্ত। নিচু হয়ে সাউদি বল আটকাতে চেয়েছিলেন। হাতে আটকেনি সেটি। তবে, শাপেবর হলো কিউইদের জন্য। বল মিস করে আঘাত হানল নন-স্ট্রাইকিং স্ট্যাম্পে। ডেলিভারির সময় ক্রিজ ছেড়ে বের হয়েছিলেন মাহমুদুল হাসান জয়। পেছন ফিরে দাগে ব্যাট ছোঁয়ানোর আগেই ভাঙে স্ট্যাম্প। অনাকাঙ্ক্ষিত রান আউটের শিকার হন জয়। প্রথম ইনিংসে বাংলাদেশের পক্ষে সবচেয়ে বেশি রান করেছিলেন তিনি।
জয়ের ডিসমিসালটি দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের দ্বিতীয় উইকেট। ২৬ রানে দুই উইকেট হারানো বাংলাদেশ প্রথম উইকেট হারায় ২৩ রানে। ওপেনার জাকির হাসানকে লেগ বিফোর করেন আজাজ প্যাটেল। ১৭ রান করেন জাকির। অল্প রানে দুজন ওপেনারকে হারিয়ে বাংলাদেশ খেলছে দেখেশুনে। ক্রিজে আছেন অধিনায়ক শান্ত ও মমিনুল হক।
মধ্যাহ্ন বিরতিতে যাওয়ার আগে আজ বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বাংলাদেশের সংগ্রহ ছিল ১০ ওভারে বিনা উইকেটে ১৯ রান। নিউজিল্যান্ডের চেয়ে এগিয়ে ছিল ১২ রানে।
প্রথম ইনিংসে বাংলাদেশের করা ৩১০ রানের জবাবে দ্বিতীয় দিন ব্যাট করতে নেমে গতকাল বুধবার (২৯ নভেম্বর) আট উইকেটে ২৬৬ রান তোলে কিউইরা। বাংলাদেশের চেয়ে পিছিয়ে ছিল ৪৪ রানে। আজ তৃতীয় দিনে কিউইদের হয়ে ব্যাট হাতে মাঠে নামেন কাইল জেমিসন ও টিম সাউদি। নবম উইকেট জুটিতে দুজনের করা ৫২ রান লিড এনে দিয়েছে নিউজিল্যান্ডকে।
তবে, লিড পাওয়ার পর বেশিক্ষণ টিকে থাকতে পারেনি কিউইরা। পাঁচ বলের ব্যবধানে পার্টটাইম বোলার মমিনুল হকের জোড়া শিকারে অলআউট হয় দলটি। ১০১.৪ ওভারে ৩১৭ রান করে তারা। ম্যাচে তাদের লিড মাত্র সাত রানের।
১০২তম ওভারের প্রথম বলে জেমিসনকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন মমিনুল। ২৩ রান করে আউট হন জেমিসন। একই ওভারের পঞ্চম ডেলিভারিতে ফেরান অধিনায়ক সাউদিকে। ৩৫ রান করা সাউদিকে বোল্ড করে কিউইদের লিড বাড়তে দেননি মমিনুল। থামিয়ে দেন ৩১৭ রানে।
দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দ্বিতীয় ওভারেই সাত রানের ব্যবধান ঘুচিয়ে লিড নেয় বাংলাদেশ।