কোপার ড্রতে যাবেন স্কালোনি, বদলাতে পারেন সিদ্ধান্ত
দীর্ঘ ৩৬ বছরের অপেক্ষা ঘুচিয়ে তার অধীনেই বিশ্বকাপের দেখা পেয়েছে আর্জেন্টাইনরা। শুধু তাই নয়, লিওনেল স্কালোনির অধীনে আর্জেন্টিনা জিতেছে কোপা আমেরিকা ও ফিনালিসিমা। স্কালোনি নিজেও হয়েছেন ২০২২ সালে ফিফার বর্ষসেরা কোচ। তবে, আলবিসেলেস্তেদের কোচের পদ থেকে সরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছেন স্কালোনি।
গত ২২ নভেম্বর ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে হঠাৎ করেই ইঙ্গিত দিলেন দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর। যদিও, স্পষ্ট করে কোনো কারণ জানাননি তিনি। তখন জানিয়েছিলেন, আগামী ৭ ডিসেম্বর অনুষ্ঠেয় কোপা আমেরিকা ২০২৪ এর ড্রতে যাবেন না তিনি।
এতে করে আর্জেন্টাইন ফুটবলের পরিস্থিতি হয়ে পড়ে থমথমে। সেই পরিস্থিতি কিছুটা অনুকূলে এসেছে। কোপার ড্র অনুষ্ঠানে যেতে সম্মত হয়েছেন স্কালোনি। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় অনুষ্ঠেয় ড্রতে যাবেন তিনি। সেদিন আর্জেন্টিনা ফুটবলের প্রধান ক্লদিও তাপিয়ার সঙ্গে বৈঠকে বসবেন স্কালোনি। তাহলে সেই বৈঠকের পরেই আসবে নতুন সিদ্ধান্ত?
অবশ্য কিছুই এখনও নিশ্চিত নয়। আর্জেন্টাইন সংবাদমাধ্যম মুন্ডো আলবিসেলেস্তের প্রতিবেদন অনুসারে, ২০২৪ সালের কোপা আমেরিকা পর্যন্ত লিওনেল মেসিদের কোচের দায়িত্ব পালন করবেন স্কালোনি। তাপিয়ার সঙ্গে বৈঠকের পর চূড়ান্তভাবে জানা যাবে সেটি।
এ দিকে, স্কালোনিকে নিজেদের কোচ হিসেবে পাওয়ার ইচ্ছা প্রকাশ করেছে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ। গত ২৭ নভেম্বর মুন্ডো আলবিসেলেস্তেরই একটি প্রতিবেদনে জানা যায়, স্কালোনির বর্তমান অবস্থা অবলোকন করেছে মাদ্রিদ। তারা স্কালোনির সঙ্গে যোগাযোগ করেছে। যদিও, কথাবার্তা একদমই প্রাথমিক অবস্থায় আছে। কোনোকিছু নিশ্চিত নয়।’