জিম্বাবুয়েকে কাঁদিয়ে প্রথমবার বিশ্বকাপে উগান্ডা
পাঁচ ম্যাচের চারটিতে জিতে আগেই কাজটা সহজ করে রেখেছিল উগান্ডা। রুয়ান্ডার বিপক্ষে শেষ ম্যাচটি ছিল স্রেফ সময়ের অপেক্ষা। হলো সেটাই। ৯ উইকেটের বিশাল জয় নিয়ে প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্ব নিশ্চিত করল উগান্ডা।
উগান্ডার সুখের দিনে কপাল পুড়ল জিম্বাবুয়ের। কেনিয়ার বিপক্ষে ১১০ রানে জিতেও ম্যাচ বিশ্বকাপ খেলার স্বপ্ন শেষ হয়ে গেল তাদের। আরেকটি বিশ্বকাপে দর্শক হয়েই থাকতে হচ্ছে জিম্বাবুয়ের।
টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য আফ্রিকা অঞ্চলের বাছাইয়ে উগান্ডার পাশাপাশি বিশ্বকাপ নিশ্চিত করেছে নামিবিয়া। এ দুদল পয়েন্ট টেবিলের সেরা দুই হয়ে নিশ্চিত করেছে মূল আসর। তাই দুদলই খেলবে বিশ্বকাপের ২০২৪ সালের আসরে। যা অনুষ্ঠিত হবে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্র আসরে।
আজ বৃহস্পতিবার (৩০ নভেম্বর) রুয়ান্ডার মাত্র ৬৫ রানেই অলআউট করে দেয় উগান্ডা। এরপর জবাব দিতে নেমে স্রেফ ৮.১ ওভার সময় নেয় উগান্ডা। এই সময়ে মাত্র এক উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় উগান্ডা। হাতে বাকি থাকে ৭১ বল।
৬ ম্যাচে ৫ জয়ে ১০ পয়েন্ট নিয়ে দুই নম্বরে উঠে এসেছে দলটি। টানা ৫ জয়ে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে নামিবিয়া।
জিম্বাবুয়ে ক্রিকেটের সোনালি দিন আর নেই। একের পর এক ব্যর্থতায় তাদের পিঠ ঠেকেছে খাদের তলানিতে। ভারতের মাটিতে হওয়া ওয়ানডে বিশ্বকাপে খেলার যোগ্যতাও অর্জন করতে পারেনি জিম্বাবুয়ে ক্রিকেট দল। এবার টি-টোয়েন্টি বিশ্বকাপেও খেলা হবে না সিকান্দার রাজাদের।