আইপিএলের নিলামে বাংলাদেশের ছয় ক্রিকেটার
আইপিএল (ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ) আসন্ন আসর মাঠে গড়ানোর কথা ২০২৪ এর মার্চে। বিশ্বের অন্যতম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই টুর্নামেন্ট শুরু হতে এখনও বেশ খানিকটা সময় বাকি থাকলেও ব্যস্ত সময় পার করছেন আয়োজকরা। এরইমধ্যে ২০২৪ আসরের নিলামের জন্য নাম পাঠানো ক্রিকেটারদের তালিকা প্রকাশ করেছে আইপিএল গভর্নিং কাউন্সিল।
আগামী ১৯ ডিসেম্বর দুবাইতে অনুষ্ঠিত হবে এবারের মিনি নিলাম। যেখানে নিলামের জন্য নাম পাঠানো ১১৬৬ ক্রিকেটারের মধ্যে ৮৩০ জনই ভারতীয়। ৩৩৬ জন বিদেশি ক্রিকেটার। বাংলাদেশের মাহমুদউল্লাহ রিয়াদ, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ রয়েছেন এই তালিকায়।
গত আইপিএলে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে খেলেছিলেন লিটন কুমার দাস ও মুস্তাফিজুর রহমান, দলে ছিলেন সাকিব আল হাসানও। দিল্লি ক্যাপিটালসের ছেড়ে দেওয়া ফিজ এবারের নিলামে থাকলেও নাম নেই সাকিব ও লিটনের। নিলামের আগে কলকাতা নাইট রাইডার্স তাদের ছেড়েও দিয়েছে।
এবারের নিলামে অন্যতম আকর্ষণ বিশ্বকাপ মাতানো অসি তারকা মিচেল স্টার্ক, প্যাট কামিন্স ও ট্রেভিস হেড। এছাড়াও কিউই তারকা ড্যারেল মিচেল ও রাচিন রবীন্দ্রও আছেন দলগুলোর চাহিদার তালিকায় ওপরের দিকেই।
প্রতি চার বছরে একবার আইপিএলে অনুষ্ঠিত হয় মেগা নিলাম। ২০২১ সালে মেগা নিলাম হওয়ায় এবার অনুষ্ঠিত হবে একদিনের মিনি নিলাম। গতবারের নিলামে সবচেয়ে বেশি অর্থ খরচ করে ইংলিশ তারকা অলরাউন্ডার স্যাম কারানকে দলে নিয়েছিল পাঞ্জাব কিংস। কারানকে দলে ভেড়াতে ১৮.৫ কোটি ভারতীয় রুপি খরচ করতে হয়েছিল দলটিকে।