বিশ্বকাপ ট্রফিতে পা রেখেও অনুতপ্ত নন মার্শ
আহমেদাবাদে লাখো ভারতীয় ভক্তকে স্তব্ধ করে ষষ্ঠ শিরোপা ঘরে তুলেছে অস্ট্রেলিয়া। তবে অসিদের এমন অর্জন ছাপিয়ে বিতর্কের জন্ম দেন অলরাউন্ডার মিচেল মার্শ। সোনালী সেই বিশ্বকাপ ট্রফির ওপর পা রাখায় তাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ওঠে সমালোচনার ঝড়। যদিও বিষয়টি নিয়ে অনুতপ্ত নন এই ক্রিকেটার।
গত ১৯ নভেম্বর ফাইনালের পর সাজঘরে ফিরে বিশ্বকাপ ট্রফি পায়ের নিচে রেখে ছবি তোলেন মিচেল মার্শ। এই ছবি সোশ্যাল মিডিয়াতে মুহূর্তেই ছড়িয়ে পড়ে। নিজেদের বিরক্তি প্রকাশ করেন অনেকেই। মর্যাদার এই ট্রফিকে অসম্মান করেছেন বলে দাবি তোলে নেটিজেনরা।
আজ শনিবার (২ ডিসেম্বর) যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম ফক্স স্পোর্টসের প্রতিবেদন অনুযায়ী, অস্ট্রেলিয়ার রেডিও নেটওয়ার্ক এসইএনের সঙ্গে আলাপকালে ৩২ বছর বয়সী এই অলরাউন্ডার বলেন, ‘এই ছবির মাধ্যমে কাউকে অসম্মান করতে চাইনি আমি। এটা নিয়ে খুব একটা ভাবিওনি। এমনকি সামাজিক যোগাযোগমাধ্যমও খুব একটা ঘাঁটিনি, সবাই বলেছে, এটা নিয়ে মাতামাতি হয়েছে। কিন্তু এখানে তেমন কিছুই নেই।’
মার্শের এমন কাণ্ডে কষ্ট পেয়েছেন বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট শিকারি ভারতীয় পেসার মোহাম্মদ শামি। এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি অত্যন্ত কষ্ট পেয়েছি। যে ট্রফি জেতার জন্য সবাই লড়াই করছে, যে ট্রফির জন্য স্বপ্ন দেখে সবাই, সেই ট্রফির ওপর পা দিয়ে থাকা কখনোই সমর্থনযোগ্য নয়।’