বর্ণিল ক্যারিয়ারের জন্য সৃষ্টিকর্তাকে মেসির ধন্যবাদ
অনেক আগেই চ্যাম্পিয়নস লিগ, লা লিগা, কোপা দেল রে, সুপার কাপের মতো শিরোপা জিতে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন লিওনেল মেসি। তবে কোথায় যেন একটা অপূর্ণতা ছিল। কাতারে বিশ্বকাপ শিরোপা পরিপূর্ণতা এনে দিয়েছে মেসির ক্যারিয়ারে। এমন বর্নিল ক্যারিয়ারের জন্য সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানালেন এই আর্জেন্টাইন সুপারস্টার।
ফ্রান্সকে পরাজিত করে আর্জেন্টিনার বিশ্বকাপ শিরোপা জয়ের প্রায় এক বছর পেরিয়ে যাচ্ছে। ৩৬ বছর বয়সী মেসি সে সময় কাতারে ইঙ্গিত দিয়েছিলেন এটাই হয়তো তার শেষ বিশ্বকাপ। আগামী বিশ্বকাপে খেলবেন কিনা, সেটি নিয়ে বেশ কয়েকবার নিজের ভাবনা জানিয়েছেন মেসি।
গতকাল শনিবার (২ ডিসেম্বর) জনপ্রিয় ফুটবলভিত্তিক ওয়েবসাইট গোল ডটকমের প্রতিবেদন অনুসারে, সম্প্রতি আর্জেন্টিনার স্টার প্লাসকে দেওয়া এক সাক্ষাৎকারে ৩৬ বছর বয়সী ফরোয়ার্ড বলেন, ‘আমি এটা বেশ কয়েকবার বলেছি এবং এটাই সত্যি। আমি সব সময় সর্বোচ্চ পর্যায়ে খেলার চেষ্টা করব। আমিই প্রথম জানিয়ে দেব, খেলতে পারব কি পারব না। আমি মাইনর লিগে যাওয়ার ব্যাপারেও অবগত ছিলাম।’
নিজের ক্যারিয়ার প্রসঙ্গে মেসি বলেন, ‘খুব কম খেলোয়াড়ই আছে, যারা বলতে পারে ক্যারিয়ারে সবকিছু জিতেছে। আমি তাদের একজন, সৃষ্টিকর্তাকে ধন্যবাদ। আমার বিশ্বাস ছিল সৃষ্টিকর্তা হয়তো এবার আমাকে খালি হাতে ফেরাবেন না। যদিও মাঝে কিছুটা খারাপ সময় আসে। তবে, দিনশেষে আমি যা চেয়েছি, সেটাই আমাকে দিয়েছেন।’