ফাইনাল হারে পিচকে কাঠগড়ায় দাঁড় করালেন রোহিতরা
দশ ম্যাচের সবকটিতে জিতে বিশ্বকাপে নিজেদের সামর্থ্যের প্রমাণটা বেশ ভালোভাবেই দিয়েছিল স্বাগতিক ভারত। ফেবারিট হিসেবেই ফাইনালে নেমেছিল ভারত। তবে, পুরো ভারতকে স্তব্ধ করে ষষ্ঠ শিরোপা ঘরে তোলে অস্ট্রেলিয়া। ফাইনালে এমন মুখ থুবড়ে পড়ার কারণ হিসেবে পিচকে দুষলেন রোহিত-দ্রাবিড়রা।
গতকাল শনিবার (২ ডিসেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, বিশ্বকাপ ফাইনালের প্রায় দুই সপ্তাহ পর টিম ম্যানেজমেন্টকে নিয়ে বৈঠকে বসে বিসিসিআই কর্তারা। সেই মিটিংয়ে সচিব জয় শাহ, সহসভাপতি রাজীব শুক্ল এবং কোষাধ্যক্ষ আশিস শেলার ছিলেন। ফাইনালে কেন ভারতকে ওভাবে হারতে হল সেই প্রশ্ন করা হয় দ্রাবিড়কে। হারের জন্য মূলত আমেদাবাদের পিচকেই দায়ী করেছেন রাহুল। তার সঙ্গে সুর মিলিয়েছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মাও।
ফাইনাল ম্যাচের পিচ ছিল শুকনো। মনে করা হয়েছিল স্পিনাররা সুবিধা করতে পারবেন। তবে, এটা ভারতের বিরুদ্ধে চলে যায়, পিচ টার্ন করেনি এবং স্লো হয়ে যায়। যেটা রোহিতদের পরিকল্পনাকে ভেস্তে দেয়। যেহেতু ভারত প্রথমে ব্যাট করেছে তাই অস্ট্রেলিয়ার রান তাড়া করতে সুবিধা হয়েছে। লাইটের নিচে পিচে খেলা অনেক সহজ হওয়ায় তার সুবিধা পেয়েছে অজিরা।
একই পিচে পাকিস্তানের বিপক্ষে খেলেছিল ভারত। সেই ম্যাচে রানের পাহাড় গড়ে কোহলি-রোহিতরা। জবাবে স্পিন উইকেটে মুখ থুবড়ে পড়ে পাকিস্তানের ব্যাটাররা। ফাইনালেও তেমন আশা থেকেই উইকেট তৈরি করেছিল কিউরেটররা। যদিও শেষমেশ নিজেদের পাতা ফাঁদেই পড়ল রাহুল দ্রাবিড় শিষ্যরা।