বিশ্বকাপে ভরাডুবির ব্যাখ্যা দিলেন লিটন-মুস্তাফিজরা
সেমিফাইনাল খেলার লক্ষ্য নিয়ে বিশ্বকাপে যাওয়া বাংলাদেশ দল খালি হাতে ফিরেছে দেশে। সাকিব আল হাসানের দল ৯ ম্যাচের মধ্যে সাতটিতে হেরেছে। এমন ব্যর্থতার পর তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে বাংলাদেশ ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। সেই তদন্ত কমিটির কাছে ব্যর্থতার ব্যাখা দিয়েছেন লিটন-মুস্তাফিজরা।
গতকাল রোববার (৩ ডিসেম্বর) বিকেলে গুলশানে তদন্ত কমিটির বৈঠকটি শুরু হয়। সবার আগে আসেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু ও আরেক নির্বাচক হাবিবুল বাশার। এরপর একে একে সবাই আসেন। আলাদা আলাদা ভাবে ব্যাখ্যা নেয় তদন্ত কমিটি। বিসিবির তিন সদস্যের তদন্ত কমিটির প্রধান বিসিবির পরিচালক এনায়েত হোসেন সিরাজ, বিসিবি পরিচালক মাহবুবুল আনাম ও আকরাম খান ছাড়াও বৈঠকে উপস্থিত ছিলেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন।
এর কিছুক্ষণ পর আসেন মুস্তাফিজুর রহমান। তদন্ত কমিটির জেরা শেষে বেরিয়ে যাওয়ার সময় ঢোকেন লিটন দাস। ধীরে ধীরে আরও কয়েকজন ক্রিকেটার, অধিনায়ক এবং টিম ডিরেক্টরের সঙ্গেও বৈঠকে বসবে তদন্ত কমিটি। এমন কি কোচিং স্টাফদের সঙ্গেও বৈঠকে বসবেন তারা। প্রত্যেকের কাছেই বিশ্বকাপের ভরাডুবির কারণ জানতে চাওয়া হবে।
বৈঠক শেষে বের হয়ে গণমাধ্যমে তদন্ত কমিটির প্রধান এনায়েত হোসেন সিরাজ বলেন, ‘আমরা দেখছি ভবিষ্যতে আমরা কীভাবে আমাদের দলকে আরও ভালোভাবে উচ্চতর পর্যায়ে নিয়ে যেতে পারব, সেজন্য সবাইকে ডেকে তাদের কাছে জানতে চেষ্টা করছি।’