ক্যারিবিয়ান নোটে কিংবদন্তি ভিভ রিচার্ডসের ছবি
সর্বকালের সেরা ব্যাটসম্যানদের অন্যতম ওয়েস্ট ইন্ডিজের সাবেক কিংবদন্তি ক্রিকেটার ভিভ রিচার্ডস। ক্রিকেটের মাধ্যমে ক্যারিবীয় অঞ্চলের সুনাম বৃদ্ধিতে ভূমিকা রাখা ভিভ রিচার্ডসকে এবার সম্মাননা জানিয়েছে ইস্টার্ন ক্যারিবিয়ান সেন্ট্রাল ব্যাংক (ইসিসিবি)। ব্যাংকটির ৪০ বছর পূর্তি উপলক্ষে ভিভের ছবিযুক্ত ব্যাংক নোট ছাপা হয়েছে।
সম্প্রতি এই কিংবদন্তির জন্মস্থান অ্যান্টিগার স্যান্ডালস গ্র্যান্ডে এ উপলক্ষে একটি অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছিল। সেখানে ভিভের হাতে এই স্মারক মুদ্রা তুলে দেন ইসিসিবির মনিটারি কাউন্সিলের চেয়ারম্যান অ্যামিলো গনসালভেস। দুই ইস্টার্ন ক্যারিবিয়ান ডলার মূল্যের ব্যাংক নোটে ছাপা হয়েছে ভিভের ছবি।
৬ ডিসেম্বর এই স্মারক মুদ্রাটি বাজারে ছাড়া হবে। অ্যান্টিগাসহ ক্যারিবীয় দ্বীপপুঞ্জের ছয়টি দেশ ও দুটি ব্রিটিশ–শাষিত অঞ্চলে মুদ্রা হিসেবে ইস্টার্ন ক্যারিবিয়ান ডলার ব্যবহার হয়। এই দেশ ও অঞ্চলগুলোতে ভিভের ব্যাটিংয়ের ছবিযুক্ত ব্যাংক নোটটি আর্থিক কাজে ব্যবহার করা যাবে।
এমন সম্মাননা যেকোনো ক্রিকেটারের জন্য স্বপ্নের মতো। ভিভের কথাতেও উঠে এসেছে সেটি, ‘এভাবে সম্মানিত হব, এমনটা স্বপ্নেও ভাবিনি।’ ভিভ রিচার্ডসের আগে বারবাডোজের ব্যাংক নোটে আরেক কিংবদন্তি ক্যারিবিয়ান অধিনায়ক ফ্র্যাঙ্ক ওরেলের ছবি দিয়ে এভাবে সম্মান জানানো হয়েছিল।