অস্ট্রেলিয়ায় লাগেজ টানার কারণ জানালেন আফ্রিদি
বিশ্বকাপ ব্যর্থতার রেশ না কাটতেই টেস্ট সিরিজ খেলতে অস্ট্রেলিয়ায় পৌঁছেছে পাকিস্তান ক্রিকেট দল। সিডনি বিমানবন্দরে পা রেখেই পাক ক্রিকেটারদের একটি ছবি নেটদুনিয়ায় ভাইরাল হয়ে গেছে। সেখানে দেখা যাচ্ছে, রিজওয়ানরা নিজেদের মালপত্র নিজেরাই হাতে করে কন্টেইনার ট্রাকে তুলছেন। অবশেষে তাদের এমন কর্মকাণ্ডের কারণ জানালেন পেসার শাহিন শাহ আফ্রিদি।
ক্রিকেটাররা ট্রাকে লাগেজ তুলছেন, এই দৃশ্যটা সচরাচর দেখা যায় না। তাইতো পাকিস্তানে ক্রিকেটারদের এমন মালামাল তোলার দৃশ্যে বেজায় চটেছেন সমর্থকরা। এক ভক্ত এমন দৃশ্য দেখে পোস্ট করে লেখেন, ‘এই কাজটা করে ক্রিকেট অস্ট্রেলিয়া নিজেদের চরম অপেশাদারিত্ব দেখাল। তারা পাকিস্তান ক্রিকেট দলের প্রতি অসম্মানজনক আচরণ দেখাল। অথচ এই অস্ট্রেলিয়ার ক্রিকেট দলকে পিসিবি রাষ্ট্রপতির প্রটোকল দিয়েছিল।’
অবশেষে বিষয়টি নিয়ে কথা বলেছেন পেসার শাহিন শাহ আফ্রিদি। তিনি বলেন, ‘বিমানবন্দরের মাত্র দুজন ছিলেন আমাদের সাহায্য করার জন্য। আর আমাদের হাতে মাত্র ৩০ মিনিট ছিল পরের বিমান ধরার জন্য। আমরা দ্রুত মালপত্র তোলার ব্যাপারটা সেরে নিতে চেয়েছিলাম। একে অপরকে সাহায্য করি সময় বাঁচানোর জন্য। দেখুন একটা দল পরিবারের মতো। পরিবারের সদস্যরা একে অপরকে সাহায্য করেছে।’
পাকিস্তান অস্ট্রেলিয়ার মাটিতে কখনও টেস্ট জেতেনি। সেই ১৯৯৯ থেকে ১৪ টেস্ট খেলা হয়ে গিয়েছে মেন ইন গ্রিনের। কিন্তু জয়ের মুখ দেখা হয়নি। আগামী ১৬ ডিসেম্বর অস্ট্রেলিয়ার পার্থে তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্টে মাঠে নামবে পাকিস্তান। শান মাসুদের নেতৃত্বে অতীত পরিসংখ্যান বদলাতে মরিয়া রিজওয়ানরা।