সাবধানী শুরুর পর বাংলাদেশের ছন্দপতন
সিরিজ নিশ্চিতের পাশাপাশি নিউজিল্যান্ডের মতো বড় দলকে ‘হোয়াইটওয়াশ’ করার হাতছানি বাংলাদেশের সামনে। ওয়ানডেতে প্রায়ই এমনটা দেখা গেলেও টেস্টে তেমন রেকর্ড বেশ কম বাংলাদেশের। ফের একবার লাল-সবুজের দলের সামনে সুযোগ নয়া ইতিহাস গড়ার। সেই লক্ষ্যে ব্যাটিং করছে বাংলাদেশ। সাবধানী শুরুর পরও ইনিংস লম্বা করতে পারেননি দুই ওপেনার মাহমুদুল হাসান জয় ও জাকির হাসান।
আজ বুধবার (৬ ডিসেম্বর) মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ব্যাট হাতে সাবধানী শুরু করেন দুই ওপেনার মাহমুদুল হাসান জয় ও জাকির হাসান। দলীয় ২৯ রানের মাথায় মিচেল স্যান্টনারের বলে তুলে মারতে গিয়ে উইলিয়ামসনের হাতে ধরা পড়েন জাকির। ২৪ বলে ৮ রান আসে এই বাঁহাতির ব্যাট থেকে। এরপরের ওভারেই এজাজ প্যাটেলের বলে লাথামের হাতে ক্যাচ দিয়ে ফেরেন জয়। ৪০ বলে ১৪ রান করেন ডানহাতি এই ব্যাটার।
মিরপুরে আরও একবার চিরায়ত ধীরগতির উইকেটই দেখা যেতে পারে। তবে যে উইকেটেই খেলা হোক না কেন, দুই দলের ব্যাটারদের জন্যই কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে। তাইতো ঘরের মাঠের সুবিধা কাজে লাগিয়ে যদি সিরিজ জেতা নিশ্চিত করা যায়, তাহলে দারুণ এক ইতিহাস রচিত হবে।
মিরপুরে বাংলাদেশ সবশেষ ১২টি টেস্টের সাতটিই জিতেছে। জয় পেয়েছিল অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মতো দলের বিপক্ষে। এবার কি তাহলে নিউজিল্যান্ডের বিপক্ষে জয়ের পালা? সেটা অবশ্য সময়ই বলে দিবে।