মুশফিকের অদ্ভুত আউট নিয়ে কলকাতা পুলিশের সতর্কবার্তা
ঢাকা টেস্টে মুশফিকুর রহিমের অদ্ভুত আউট নিয়ে আলোচনা-সমালোচনা চলছে। বিরল এক আউটের শিকার হলেন তিনি। ক্রিকেটের ভাষায় যাকে বলে ‘অবস্ট্রাকটিং দ্য ফিল্ড’ আউট। মুশফিকের মতো একজন অভিজ্ঞ ক্রিকেটারের কাছ থেকে এমনটি আশা করেনি কেউই।
ঘটনাটি ঘটেছে আজ বুধবার (৬ ডিসেম্বর) ঢাকা টেস্টের প্রথম ইনিংসের ৪০.৪ ওভারে। কাইল জেমিসনের করা সেই ওভারের চতুর্থ বলটি ব্যাকফুটে খেলেছিলেন মুশফিক। বল ব্যাটে লেগে মাটিতে পড়ে বাউন্স খেয়েছিল। স্ট্যাম্পে বল লাগার আশঙ্কায় মুশফিক ইচ্ছাকৃতভাবে বলটি ডান হাত দিয়ে ধরেন। নিউজিল্যান্ডের খেলোয়াড়েরা এতে ‘অবস্ট্রাকটিং দ্য ফিল্ড’ আউটের আবেদন করেন। তৃতীয় আম্পায়ার ভিডিও রিপ্লে দেখে কিউইদের আবেদনে সাড়া দেন। ৮৩ বলে ৩৫ রানে শেষ হয় মুশফিকের ইনিংস।
এমন আউটের পর মুশফিককে নিয়ে একপ্রকার মজা করেছে কলকাতা পুলিশ। মজার ছলে অবম্য দিয়েছে একটি বার্তাও। সেই আউটের ছবি দিয়ে কলকাতা পুলিশ নিজেদের অফিসিয়াল ফেসবুজ পেজে লেখে, ‘লিংক হোক বা বল, ছুঁলেই গ্যাঁড়াকল।’
মূলত মুঠোফোনে প্রতিনিয়ত আসা প্রতারক চক্রের ভুয়া লিংক নিয়ে সচেতনতায় এমনটি বলেছে কলকাতা পুলিশ। যেসব লিংকে প্রবেশ করলেই অনেক সময় ব্যাংকে থাকা অর্থ পর্যন্ত হারাতে হয়। এমনকি প্রতারকরা হাতিয়ে নেয় ব্যক্তিগত তথ্যও। মজার ছলে সেই সচেতনতার বার্তাই দিল কলকাতা পুলিশ।