আত্মবিশ্বাস ছিল ভালো জায়গায় বল করতে পারব : মিরাজ
ঢাকা টেস্টের শেষ বিকেলে বাংলাদেশ খেলেছে প্রত্যাশার চেয়ে ভালো। আগে ব্যাট করে অল্পতে গুটিয়ে যাওয়ার পর নিউজিল্যান্ডকে আজ বুধবার (৬ ডিসেম্বর) প্রথম দিন শেষে বাংলাদেশও ফেলেছে ভীষণ চাপে। ৫৫ রানে পাঁচ উইকেট হারিয়ে রীতিমত দিশেহারা কিউইরা। বল হাতে তিন উইকেট তুলে নিয়েছেন মেহেদী হাসান মিরাজ। তাইজুল নিয়েছেন বাকি দুটি।
দিন শেষে সংবাদ সম্মেলনে আসেন মিরাজ। তিনি জানান, অতটা নিজেরাও ভাবেননি। তবে, আস্থা ছিল নিজেদের ওপর। মিরপুরের চেনা কন্ডিশনের সুবিধা নিতে পারবে বোলাররা, সেটি উপলব্ধি করেছিলেন তিনি।
অলরাউন্ডার মিরাজ বলেন, ‘আসলে এরকম চিন্তা করিনি। কিন্তু, একটা জিনিস চিন্তা করেছিলাম, আমরা যদি ভালো জায়গায় বল করতে পারি ওদের জন্য রান করা কঠিন হবে। আমাদের বোলারদের ওপর আস্থা ছিল। আমি, তাইজুল ভাই, নাঈম, শরিফুল ওভাবেই চিন্তা করেছিলাম। মিরপুরের উইকেট আমাদের চেনা, পরিবেশ চেনা। ভালো জায়গায় বল ফেলতে পারলে, এখানে আমাদের সুবিধাটা বেশি থাকবে।’
দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথমদিনে সেই সুযোগের সদ্ব্যবহারই করেছেন বাংলাদেশের বোলাররা। আলোকস্বল্পতায় নির্ধারিত সময়ের একটু আগে খেলা শেষ না হলে হয়তো কিউইদের আরও উইকেট নিতে পারত বাংলাদেশ। সেটি না হলেও যতটা হয়েছে, তাতে দ্বিতীয় দিনের জ্বালানি পেয়ে গেছেন মিরাজ-তাইজুলরা।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ (প্রথম ইনিংস) : ৬৬. ২ ওভারে ১৭২/১০। (জয় ১৪, জাকির ৮, শান্ত ৯, মমিনুল ৫, মুশফিক ৩৫, দিপু ৩১, মিরাজ ২০, সোহান ৭, নাঈম ১৩* , তাইজুল ৬, শরিফুল ১০; সাউদি ৫.২-৫-০-১, জেমিসন ৪-২-৮-০, প্যাটেল ১৭-৭-৫৪-২, স্যান্টনার ২৬-৭-৫৬-৩, ফিলিপস ১২-১-৩১-৩)।
নিউজিল্যান্ড (প্রথম ইনিংস) : ১২.৪ ওভারে ৫৫/৫*। (লাথাম ৪, কনওয়ে ১১, উইলিয়ামসন ১৩, নিকোলস ১, মিচেল ১২*, টম ০, ফিলিপস ৫*; শরিফুল ১-১-০-০, মিরাজ ৬-১-১৭-৩, তাইজুল ৫.৪-০-২৯-২)